ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

ভুবনেশ্বরকে ভারত দল থেকে বাদ দিতে বললেন জহির খান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৩ ২২:৫০:৪২
ভুবনেশ্বরকে ভারত দল থেকে বাদ দিতে বললেন জহির খান

ভারতের সাবেক পেসারের মতে, প্রথম টেস্টের দল থেকে বাদ দেওয়া উচিত ভুবনেশ্বর কুমারকে। কেন ভুবিকে প্রথম একাদশে না রাখার কথা বললেন জাহির? অ্যাডিলেডের পিচ ভুবনেশ্বর কুমারের সুইং বোলিংয়ের সহায়ক নয়। থুড়ি, বলা ভাল অস্ট্রেলিয়ার বাইশ গজ। যেহেতু অস্ট্রেলিয়ার পিচ সুইং বোলারদের সহায়ক নয়, সেই কারণে বাকি পেসারদের হয়ে গলা ফাটালেন জাহির।

ভুবি ছাড়াও ভারতীয দলে রয়েছেন ইশান্ত শর্মা, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, উমেশ যাদবের মতো বোলার। এই চার বোলারের থেকে সব অর্থেই আলাদা ভুবনেশ্বর। জাহির বলছেন, ‘‘ভুবনেশ্বর কুমার সুইং বলের উপরে জোর দেয়। অস্ট্রেলিয়ার কন্ডিশন কিন্তু সুইং বোলিং সহায়ক নয়। অস্ট্রেলিয়ার উইকেটে বাউন্স এবং পেস থাকে। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পিচে উইকেটের দু’ পাশে বল মুভ করে। অস্ট্রেলিয়ার পিচ অন্যরকম। এই কারণে প্রথম দুটো টেস্ট ম্যাচে ভুবনেশ্বর কুমারকে প্রথম একাদশে না রাখাই উচিত। বাকি চার বোলার প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য লড়াই করুক।’’

জাহিরের এমন ভবিষ্যদ্বাণীর পরে বিরাট কোহলির প্রথম একাদশে ভুবি জায়গা পান কিনা সেটাই দেখার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ