ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

চাকরি থাকা সত্তেও বেকার ওয়ালশ 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৩ ২২:৩৭:৪১
চাকরি থাকা সত্তেও বেকার ওয়ালশ 

চট্টগ্রাম টেস্টে একমাত্র পেসার হিসেবে একাদশে ছিলেন মুস্তাফিজ। দুই ইনিংসে বল করার সুযোগ পান মাত্র ৪ ওভার! এরপর মিরপুরে দ্বিতীয় টেস্টে একাদশে কোনো পেসারই ছিল না। চার স্পিনারের দাপটে পার্টটাইম মিডিয়াম পেসার সৌম্য সরকারের বল করার দরকারই হয়নি। দুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ৪০ উইকেটের সবকটি নিয়েছে বাংলাদেশের স্পিনাররা। এতে অবশ্য আপত্তি নেই বাংলাদেশের পেস বোলিং কোচের। দলের জয়টাই তার কাছে আগে।

পেসারদের অবহেলা করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ক্যারিবীয় কিংবদন্তি বলেন, ‘ট্যাকটিক্যালি আমরা চেয়েছিলাম, ম্যাচ ও সিরিজ জিততে বেশি স্পিনার খেলাতে। উইকেটে তো পেসারদের জন্য কিছুই ছিল না।

আমাদের মনে হয়েছে, এখানে স্পিনারদের ভূমিকাই বড় থাকবে এবং শেষ পর্যন্ত সেটিই সত্যি প্রমাণিত হয়েছে। সিরিজ জয়ের লক্ষ্য পূরণ হয়েছে। জয়টা এমনিতে খুব সহজ মনে হতে পারে। কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম দুটি দিন ছিল দারুণ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দারুণ খেলেই জিতেছে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ