ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

পেস বোলিংয়ে অনাগ্রহ নিয়ে যা বললেন ওয়ালশ 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৩ ২১:৩০:৫১
পেস বোলিংয়ে অনাগ্রহ নিয়ে যা বললেন ওয়ালশ 

পেসারদের প্রতি হুট করে এই ‘অনাগ্রহের’ কারণ ছিল কন্ডিশন। স্পিন বান্ধব উইকেটের সুবিধা কাজে লাগাতে বাংলাদেশ বোলিং আক্রমণভাগ সাজিয়েছিল স্পিন দিয়েই। তাতে এসেছে সাফল্যও। আর এই কারণেই কোনো আক্ষেপ থাকছে না পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের।

ওয়ালশের কাছে জয়টাই মুখ্য। তাই তার ডিপার্টমেন্টকে টেস্ট সিরিজে গুরুত্ব না দেওয়ার কারণে মোটেও নাখোশ নন তিনি। ওয়ালশ বলেন, ‘আমরা এখানে টেস্ট জেতার জন্য খেলেছি। পিচ যেমনই হোক, কম্বিনেশন যা-ই হোক আসল কথা হলো বাংলাদেশ জিতছে কিনা। আমি এটা নিয়েই খুশি।’

উইন্ডিজের সাবেক এই ক্রিকেটার ভালো করেই জানেন বাংলাদেশ সফররত দলটির সমৃদ্ধ পেস বোলিং আক্রমণের কথা। তার অভিমত, বাংলাদেশের বোলিং আক্রমণ সমৃদ্ধ স্পিন দিয়ে। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ যখন প্রভাব বিস্তার করত তারা চার পেসার খেলাতো। এখন চার স্পিনার নিয়ে বাংলাদেশ দাপট দেখাচ্ছে। কাজেই এটা একটা ট্রেন্ড। পিচ এখানে পেসার বান্ধব হবে না। কাজেই স্পিনাররাই মুখ্য ভূমিকা নেবে।’ তবে পেসাররাও যে স্পিনারদের চেয়ে কখনও কখনও বেশি গুরুত্ব পাবেন, ওয়ালশ মনে করিয়ে দিয়েছেন সেই বাস্তবতাও, ‘যখন আমরা নিউজিল্যান্ডে যাবো পেসারদের অনেক সুযোগ আসবে। আমরা ভিন্ন উইকেট পাব। সেখানে পেসাররা সুযোগটা লুফে নেবে।’

ঘরের মাটিতে সুযোগ না পেলেও বিদেশের পেস-বান্ধব উইকেটে পেসাররা ভালো করবেন- এমন প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ বলেন, ‘এখন তারা হয়ত বুঝবে- বাংলাদেশে খেলা হলে আমি হয়ত খেলতে নাও পারি কিন্তু বাইরে গেলে একাদশ প্রথম নামই হবে আমার। আশা করছি পেসাররা নিজেদের প্রমাণ করার যথেষ্ট সুযোগ পাবে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ