ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

ভুল বার্তা দেয়নি ঢাকা টেস্ট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৩ ২০:৫০:১৬
ভুল বার্তা দেয়নি ঢাকা টেস্ট

‘দেখুন পেসার ছাড়া মাত্র একটি ম্যাচ খেলা হল। ফিজ (মুস্তাফিজ) শেষ ম্যাচটিও খেলল। এর আগে ফিজ ও খালেদ একটি টেস্ট খেলেছে। ঢাকা টেস্টে এটা করা হয়েছে শুধুমাত্র টেস্ট সিরিজ জয়ের জন্য। আমার মতে এটা কোনো ভুল বার্তা দিচ্ছে না।’

ঢাকা টেস্টে দলের প্রয়োজনেই চার স্পিনার খেলানো হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশ দলের এই কোচ। কোচ, অধিনায়ক ও অন্য স্টাফদের পরিকল্পনা অনুযায়ীই ঢাকা টেস্টের একাদশ সাজানো হয়েছিল।

"কৌশলগত ভাবে আমার অনুভব, বাংলাদেশের ম্যাচ জেতা প্রয়োজন। সেটা ফাস্ট বোলার দিয়ে হবে নাকি ফাস্ট বোলার ছাড়া হবে সেটা বিষয় না। ফাস্ট বোলার ছাড়া প্রথমই খেললাম আমরা। তাই বলছি ফলফল মুখ্য বিষয়। সিরিজ জিতে আমরা অবশ্যই খুশি। কোচ, অধিনায়ক এবং দলের অন্যান্যদের পরিকল্পনার কারণেই আমরা সিরিজ জিতেছি।" যোগ করেন ওয়ালশ।

এক ম্যাচে দলে জায়গা না পেয়েই টাইগার পেসারদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন ওয়ালশ। সামনে ওয়ানডে সিরিজ এরপর বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। সামনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের তৈরি করার জন্য পেসারদের পরামর্শ দিয়েছেন তিনি।

"আমি মনে করি খেলতে না পেরে তাদের হতাশ হওয়া উচিত নয়। এটাই সবকিছুর শেষ না। আপনি টেস্ট সিরিজ জিতেছেন। তাই দলের জন্য এটা ভালো হয়েছে। মনস্তাত্ত্বিক ভাবে তাদের আরও সামর্থ্য দেখাতে হবে অনুশীলনে। ওয়ানডে সিরিজ আসছে তারাই নিউজিল্যান্ড সিরিজের জন্য নির্বাচিত হবে। কাউকে বলতে হবে, ঠিক আছে আমি টেস্ট ম্যাচে ছিলাম না কিন্তু এমনটা আর হবে না। যখন পেস বোলিং বান্ধব কন্ডিশন হবে আমার নামটা কাগজে সবার উপরে থাকবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ