ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শুধু মহাসচিবই নয়, মনোনয়ন বাণিজ্যে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা দেখুন ভিডিওসহ

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৩ ২০:১৩:৫৬
শুধু মহাসচিবই নয়, মনোনয়ন বাণিজ্যে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা দেখুন ভিডিওসহ

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় পার্টির মনোনয়ন কেনার জন্য টাকা দিয়েছেন এমন ভুক্তভোগী পাওয়া গেলে কিংবা এ ধরনের কারও অভিযোগ থাকলে জাতীয় পার্টির কাছে জানান।

মনোনয়ন বাণিজ্যের ঘটনা তদন্তে প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, কমিটির সুপারিশ অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সোমবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক চিঠিতে এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিবের দায়িত্ব দেয়া হয়।

জাতীয় পার্টির একটি সূত্র জানায়, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে সম্প্রতি দলীয় মনোনয়ন নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এ নিয়ে দলের অনেক নেতা বনানী কার্যালয়ে বিক্ষোভ করেন। এসব কারণে তাকে সরানো হয়েছে। এছাড়া মনোনয়নপত্র বাছাইয়ে রোববার ঋণখেলাপির কারণে রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিল হয়।

ভিডিওটি দেখতে এখানেক্লিক করুন

সুত্রঃ জাগো নিউজ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে