ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

২০১৮ সালে সেরা ৫ ব্যাটসম্যান-বোলারের তালিকায় টাইগারদের রাজত্ব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৩ ২০:০১:১৩
২০১৮ সালে সেরা ৫ ব্যাটসম্যান-বোলারের তালিকায় টাইগারদের রাজত্ব

১২ টেস্টে ৪৩ উইকেট নেওয়া ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের সাথে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন তিনি। ঢাকা টেস্টে ১২ উইকেট নিজের ঝুলিতে যুক্ত করে মোট ৪১ উইকেট নিয়ে এরপরের অবস্থানেই রয়েছেন বাংলাদেশের আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ। তাইজুল ও মিরাজের চেয়ে এ তালিকায় বেশি উইকেট শিকারের নজীর রয়েছে কেবল দুজন বোলারের। তারা হলেন কাগিস রাবাদা ও দিলরুয়ান পেরেরা। উভয় বোলারই চলতি বছর এখনো পর্যন্ত উইকেট শিকার করেছেন ৪৬টি করে।

২০১৮ সালে টেস্টে সর্বাধিক উইকেট শিকারি বোলারদের তালিকা-

৪৬- রাবাদা, পেরেরা। ৪৩- অ্যান্ডারসন, তাইজুল। ৪১- মিরাজ।

সর্বাধিক রান সংগ্রাহক: বাংলাদেশের পক্ষে ২০১৮ সালে সাদা পোশাকে সবচেয়ে বেশি রান করেছেন মুমিনুল হক। ৪৪.৮৬ গড়ে ১৫ ইনিংস থেকে ৩ শতকে ৬৭৩ রান করেছেন তিনি। যা এক বর্ষপঞ্জিকায় তার সেরা সংগ্রহ। ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটানো এ ব্যাটসম্যান এর পুরস্কার হিসেবে জায়গা পেয়েছেন চলতি বছরের সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার পঞ্চমস্থানে। ৪৯০ ও ৪৭৬ রান নিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এর পরবর্তী দুটি অবস্থানেই রয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

একমাত্র ব্যাটসম্যান হিসেবে চলতি বছর ১ হাজার রান করার গৌরব অর্জন করার বিরাট কোহলি ১০৬৩ রান নিয়ে রয়েছেন সবার ওপরে।

২০১৮ সালে টেস্টে শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের তালিকা- বিরাট কোহলি- ১০ টেস্ট ও ১৮ ইনিংসে ১০৬৩ রান। জো রুট- ১৩ টেস্ট ও ২৪ ইনিংসে ৯৪৮ রান। কুশাল মেন্ডিস- ১০ টেস্ট ও ১৯ ইনিংসে ৭৯৮ রান। জস বাটলার- ১০ টেস্ট ও ১৮ ইনিংসে ৭৬০ রান। মুমিনুল হক- ৮ টেস্ট ও ১৫ ইনিংসে ৬৭৩ রান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ