ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

আপিল করতে এসে যা বললেন রনি

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৩ ১৫:২৪:১৭
আপিল করতে এসে যা বললেন রনি

ইসিতে আপিল শেষে সাংবাদিকদের গোলাম মাওলা রনি বলেন, ‘ইসিতে ন্যায় বিচার পাব বলে আশা করছি। আমার মনোনয়নপত্রে সামান্য ভুল ছিল। অতীতে এই ভুলের জন্য কারো মনোনয়নপত্র বাতিল করা হয়নি। আশা করছি আমারটাও বাতিল হবে না। নির্বাচন কমিশনের ন্যায় বিচারের মাধ্যমে আমি আমার প্রার্থিতা ফিরে পাব পটুয়াখালী-৩ আসন থেকে।’

তিনি আরও বলেন, ‘ভুলটা হলো এই, আমরা যে একটি সাপ্লিমেন্টারি ডকুমেন্ট জমা দেই সেটি হল নোটারি পাবলিকের হলফনামা। নির্বাচন কমিশনে হলফনামাতে যে তথ্যগুলো আমরা দেই, সেই তথ্যগুলোই আবার নোটারি পাবলিক করে জমা দিতে হয়। আমরা যেটার দুটো কপি করেছিলাম। একটি কপি গলাচিপাতে জমা পরেছে, আরেকটি কপি যেটি মূলকপি সেটিতে ভুলক্রমে আমার স্বাক্ষর পড়েনি।’

এ সময় নির্বাচন কমিশনের অতীতের প্রসঙ্গ টেনে রনি বলেন, ‘অতীতে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় এ রকম ভুল ধরা পরলে বলা হতো এখানে স্বাক্ষর করে দেওয়ার জন্য। এখন সেই স্বাক্ষরের সুযোগ না দিয়ে আমাকে সরাসরি বলা হলো আপনার মনোনয়নপত্র বাতিল। আমি সেটি মেনে নিয়েছি, এখানে বিধি মোতাবেক সার্টিফাইড কপি নিয়ে এসেছি।’

এর আগে গতকাল রোববার যাচাই-বাছাই করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩০০ সংসদীয় আসনে ৭৮৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। ফরমে ত্রুটি,ঋণখেলাপি, দুর্নীতি মামলার আসামি হওয়া ছাড়াও স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচিত প্রতিনিধি হওয়ায় নির্বাচনী মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে