ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

গেইলের মানহানি মামলায় রায় ঘোষনা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৩ ১৩:০৪:৪৯
গেইলের মানহানি মামলায় রায় ঘোষনা

২০১৫ বিশ্বকাপে সিডনিতে ড্রেসিং রুমে দলের সাথে থাকা থেরাপিস্ট লিন রাসেলের সামনে নগ্ন হয়ে গিয়েছিলেন গেইল, এমন অভিযোগ আনা হয়েছিল। ২০১৬ সালে সিডনি মর্নিং হেরাল্ড, দ্য এজ অ্যান্ড দ্য ক্যানবেরা টাইমস-এর একটি ধারাবাহিকে বিষয়টি প্রকাশিত হওয়ার পর গেইল মামলাটি শুরু করেন।

কিন্তু ফায়ারফ্যাক্স কোন প্রকার প্রমাণ প্রদান করতে পারেনি। যার ফলে ফায়ারফ্যাক্সকে মানহানির জরিমানা দেয়ার আদেশ দেয় বিচারকরা।

বিচারপতি ম্যাককালাম বলেন, 'বিচারকদের রায়ের আলোকে মূল্যায়ন করতে হবে যে অশ্লীল আচরণের অভিযোগ সত্য ছিল না এবং এই আচরণের বৈশিষ্ট্যটি গেইলের খ্যাতির জন্য ক্ষতিকর ছিল।'

কিন্তু ফায়ারফ্যাক্স মিডিয়া মামলার জন্য আবারও আপিলের আবেদন করার পরিকল্পনা করছে। কারণ তাঁদের বিশ্বাস বিচারকদের বিভ্রান্ত করা হয়েছে। যে কারণে মামলায় পরাজিত হয়েছে ফায়ারফ্যাক্স।

কোম্পানির পক্ষ থেকে একজন বলেছেন, 'বিচারকদের বিভ্রান্ত করা হয়েছে রায় নিয়ে এবং ফায়ারফ্যাক্স ন্যায্য বিচার পায়নি। পুরষ্কারটি এই দেশে মানহানির আইনগুলির ভয়ানক ক্ষতি করছে। ফায়ারফ্যাক্স অবিলম্বে আপিল করবে।'

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ