ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

ওয়ানডে সিরিজে কোন দল এগিয়ে বাংলাদেশ না উইন্ডিজ যা বললেন: পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৩ ১২:৫৫:৩২
ওয়ানডে সিরিজে কোন দল এগিয়ে বাংলাদেশ না উইন্ডিজ যা বললেন: পাপন

তাঁর মতে ওয়ানডে ফরম্যাটে উইন্ডিজের যেকোনো সময় ঘুরে দাঁড়ানোর মতো সক্ষমতা রয়েছে। পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য পেতে হলে উইকেটও একটি বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। যদিও বাংলাদেশের সাম্প্রতিক ফর্মই তাঁকে যোগাচ্ছে পূর্ণ আত্মবিশ্বাস। সাংবাদিকদের সাথে আলাপকালে পাপন বলেছেন,

‘ওয়ানডেতে সব কিছু একপেশে হবে কি না তা বলা কঠিন। কারণ তখন উইকেট অন্য রকম হবে। আরো স্পোর্টিং হবে। আমার মনে হয় দলের ফর্ম যেমন, তাতে আমাদের হারার কোনো কারণ দেখি না। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আর ওয়েস্ট ইন্ডিজেরও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে।’

ওয়ানডে ফরম্যাটে উইন্ডিজদের থেকে র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে আছে বাংলাদেশ। বর্তমানে র‍্যাংকিংয়ের নয় নম্বরে থাকা দলটির বিপক্ষে তাই জয় না পাওয়ার কারণ দেখছেন না পাপন। এশিয়া কাপের ফাইনালে খেলা দলটিকে নিয়ে প্রত্যাশার পারদও বেশ উঁচু থাকছে বিসিবি প্রধানের,

‘ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজ বেশি শক্তিশালী। সব ফরম্যাটেই ওরা আমাদের চেয়ে শক্তিশালী দল। তবে ওয়ানডের রেকর্ডটটা আমাদের পক্ষে আছে। সে দিক দিয়ে চিন্তা করলে, যেভাবে দল খেলছে, তাতে আশা করা যায় যে, ওয়ানডেতেও ভালো করবো।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ