ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

বাংলাদেশের প্রতিপক্ষ বাংলাদেশ নিজেই

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৩ ১১:২০:৪৭
বাংলাদেশের প্রতিপক্ষ বাংলাদেশ নিজেই

দুই দলের ৮০ উইকেটের মধ্যে ৬১ টি উইকেটই গেছে স্পিনারদের ঝুলিতে। দুই ম্যাচের কোনো টেস্ট সিরিজের স্পিনারদের সর্বাধিক উইকেট শিকারের রেকর্ডের বাংলাদেশ-উইন্ডিজের সিরিজটি রয়েছে দুই নম্বরে।

আর মাত্র দুইটি উইকেট তুলে নিতে পারলে নিজেদের গড়া বিশ্ব রেকর্ড ভাঙার সুযোগ ছিল বাংলাদেশের। সেই রেকর্ড ভাঙতে না পারলেও ছোটো তালিকায় জায়গা করে নিয়েছে সিরিজটি।

এদিকে, ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। সেবার দুই দলের স্পিনাররা মিলে তুলে নিয়েছিলেন ৬২ টি উইকেট।

যা সাদা পোশাকের ক্রিকেটের ২ ম্যাচের সিরিজে স্পিনারদের সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড। তৃতীয় স্থানেও আছে বাংলাদেশের নাম। গত বছর অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ।

সেই সিরিজে দুই দলের স্পিনাররা মিলিয়ে ৫৮ উইকেট নিয়েছিলেন। চলতি বছরই এই রেকর্ডটি হুমকির মুখে ফেলে দিয়েছিল শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। তবে, শেষমেশ ৫৭ উইকেট নিয়ে চার নম্বরে জায়গা করে নেয় সিরিজটি।

এই রেকর্ডে ৫ নম্বরে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যকার ১৯৯৮ সালের দুই ম্যাচের টেস্ট সিরিজটি। দুই দলের স্পিনাররা মিলে ৫৫ উইকেট নিয়েছিলেন সেবার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ