ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

প্রতিবারই গুরুত্বপূর্ণ সময়ে হেটমায়ারকে আউট করার রহস্য জানালেন মিরাজ নিজেই

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৩ ১১:১০:৫৯
প্রতিবারই গুরুত্বপূর্ণ সময়ে হেটমায়ারকে আউট করার রহস্য জানালেন মিরাজ নিজেই

ঢাকা টেস্টে গতকাল প্রথম ইনিংসে হেটমায়ার-হোপ যখন পঞ্চাশোর্ধ জুটি গড়ে ফেলেছিলেন, তখন হেটমায়ারকে থামিয়ে জুটি ভাঙেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে তো ছক্কার ঝড় তুলে সেঞ্চুরির পথেই ছিলেন হেটমায়ার। তার ৯ ছক্কা ও এক চারে খেলা ৯৩ রানের ইনিংসটা শেষ করেন মিরাজই।

চারবারই হেটমায়ারকে আউট করার রহস্যটা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে খোলাসা করলেন মিরাজ, ‘ওর বিপক্ষে আমি অনেক দিন খেলেছি। দুইটা যুব বিশ্বকাপ খেলেছি, তারপর জাতীয় দলে ঢুকেও খেললাম। ওর সম্পর্কে অনেক কিছুই আমি জানি। কাজেই ওর সময় পরিকল্পনা করা সহজ হয়েছে। এজন্য সাফল্যও এসেছে।’

দ্বিতীয় টেস্টে মিরাজ নিয়েছেন ১২ উইকেট। প্রতিটা উইকেট পেতেই বেশ পরিশ্রম করতে হয়েছে বলে জানালেন মিরাজ, ‘ভালো জায়গায় ধারাবাহিকভাবে বল করেছি। এইজন্য উইকেট পেয়েছি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ