ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

আইপিএলকেও ছাড়াতে পারে এমজানসি লীগঃ ডি ভিলিয়ার্স

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৩ ১০:১২:২১
আইপিএলকেও ছাড়াতে পারে এমজানসি লীগঃ ডি ভিলিয়ার্স

কিন্তু ওই পর্যায়ে যেতে হলে এমজানসি সুপার লীগকে পর্যাপ্ত সময় দিতে হবে, এমনটা মনে করছেন তিনি। নিজ দেশের এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারের সময় তিনি জানিয়েছেন,

'মূলত আমি দুটি আসরের শুরুটা তুলনা করছি। প্রথম দুই বছরে আইপিএল আমাকে সেভাবে আকর্ষিত করেনি। আমার মনে হয়, তখন আইপিএল কাউকেই সেভাবে আকর্ষিত করেনি।

'এখন আমরা সবাই আইপিএলকে বিশ্বের সেরা টি-টুয়েন্টি আসর হিসেবেই জানি। কিন্তু এই পর্যায়ে আসতে আসরটি এগারো বছর সময় নিয়েছে। এমএসএলকে আমাদের সময় দিতে হবে, আসরটির সেই সামর্থ্য আছে।'

এদিকে এমএসএলে নিজ দল তুষওয়ানে স্পারটান্সের হয়ে বাজে সময় পার করছেন ডি ভিলিয়ার্স। ছয় দলের পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে ভিলিয়ার্সের নেতৃত্বাধীন দলটি।

ছয়টি ম্যাচে মাত্র দুইটি জয়ের দেখা পেয়েছে তুষওয়ানে। গ্রুপ পর্বে আরও চারটি ম্যাচে খেলবে দলটি। ১৬ই ডিসেম্বরের ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে দক্ষিণ আফ্রিকার জমকালো এই আসরটি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ