ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মশা তাড়ানোর ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০৩ ০৮:২১:১৩
মশা তাড়ানোর ঘরোয়া উপায়

আসুন জেনে নেই ঘরোয়া উপায়ে কীভাবে মশা তাড়াবেন।

নিম তেল

মশার কামড় থেকে রেহাই পেতে শরীরে নিম তেল লাগাতে পারেন। এছাড়া নিমপাতা ঘরে রেখে দিতে পারেন, মশার উপদ্রব কমবে।

রসুন

দুই থেকে তিনটি রসুনের কোয়া থেঁতলে পানিতে সেদ্ধ করে নিন।এবার পানি সারা ঘরে স্প্রে করে দিন।দেখবেন মশা কমে যাবে।

লেবু

লেবু কাটার পর কাটা অংশে লবঙ্গ গেঁথে নিয়ে লেবুর টুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই ঘরে কোনও মশা উধাও।

সুগন্ধি

রাতে ঘুমাতে যাওয়ার আগে শরীরে আতর, সুগন্ধি, কিংবা লোশন মাখতে পারেন। সুগন্ধি ব্যবহারে মশা কামড়াবে না।

তুলসী গাছ

তুলসি গাছ মশা তাড়াতে ব্যবহার করতে পারেন।ঘরের টবে কয়েকটি তুলসী গাছ লাগিয়ে রাখুন, মশা পালাবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে