ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

“আমিই বিশ্বের একমাত্র”

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০২ ২৩:১৮:৩৬
“আমিই বিশ্বের একমাত্র”

সাকিব বলেন, “সত্যি কথা প্রথম টেস্টটা আমি খেলতে চাইনি। একমাত্র কোচের কারণেই খেলাটা হয়েছে। আমি কখনোই খেলতাম না। আমাকে যতবারই বলেছে আমি বলেছি খেলব না। আমি পারব না। আমার ঐ বিশ্বাসই ছিল না। আপনারা যদি আমার বোলিং দেখেন, আমি ৩ ওভার বা ৪ ওভারের স্পেল করেছি ঐ সময়ে। কারণ হচ্ছে আমার শরীরের অবস্থাই ওরকম ছিল না।”

এরপর হাসিমুখে কোচের পরামর্শ নিয়ে বলেন, “কিন্তু ও (কোচ) যেটা বলেছে তুমি ম্যাচ খেললেই ফিট হতে পারবা। আমার কাছে মনে হয় আমি একমাত্র ক্রিকেটার বিশ্বে যে ম্যাচ খেলে ফিট হয় ম্যাচ খেলার জন্য।”

দলের জয়ে অবদান রেখে দারুণ খুশি সাকিব। অবদানগুলো ছোট হলেও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। বিশেষ করে দুই ইনিংসেই প্রথম ওভারে দলকে উইকেট এনে দিয়েছেন তিনি। নতুন বলে ব্রেকথ্রু এনে দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন তিনি।

তিনি বলেন, “একটা জিনিস ভালো যে আলহামদুলিল্লাহ ছোট ছোট অবদান রাখতে পেরেছি। বিশেষ করে নতুন বলে আনা ব্রেকথ্রু গুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য। অবশ্যই সবাই ভালো বোলিং করেছে। কিন্তু ঐ অবদানগুলো আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ ছিল সিরিজ জেতার পেছনে।”

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ