ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

নিউজিল্যান্ডে অপেক্ষা করছে ‘কঠিন চ্যালেঞ্জ’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০২ ২৩:০৮:৫১
নিউজিল্যান্ডে অপেক্ষা করছে ‘কঠিন চ্যালেঞ্জ’

ঢাকা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, “নিউজিল্যান্ডে অবশ্যই কঠিন হবে। ভিন্ন চ্যালেঞ্জ আমাদের জন্য। নিউজিল্যান্ডে এ যাবৎ বাংলাদেশ টিম যতদিন যতবার গিয়েছে এখন পর্যন্ত কোনো ম্যাচ ড্রও হয় নাই। জেতা তো দূরের কথা, এটা কোনো ফরম্যাটেই হয় নাই।”

নিউজিল্যান্ডের মাটিতে একটা ম্যাচ ড্র হলেও অনেক বড় অর্জন হবে বলে মনে করেন সাকিব। জয়ের লক্ষ্য নিয়ে সব ম্যাচে নামলেও বাস্তবতা অনেক কঠিন বলে মনে করেন তিনি। তিনি বলেন, “আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। চেষ্টা থাকবে যেন আমরা এমন কিছু করতে পারি অন্তত মনে রাখার মত একটা স্মৃতি থাকে। এখন পর্যন্ত কোনো স্মৃতি নাই। একটা ম্যাচও যদি ড্র করতে পারি সেটাও বড় অর্জন হবে। অবশ্যই চাইব প্রতি ম্যাচ জেতার জন্য খেলার। কিন্তু বাস্তবতা যদি চিন্তা করি আমাদের জন্য খুবই কঠিন চ্যালেঞ্জ ওখানে অপেক্ষা করছে।”

ঘরের মাঠে টেস্টে স্পিনাররাই বাংলাদেশের প্রধান অস্ত্র। তবে নিউজিল্যান্ডের কন্ডিশন সহায়ক পেসারদের জন্য। ধার কমে আসবে স্পিনারদের। তাই সাকিব মনে করেন দায়িত্বটা নিতে হবে ব্যাটসম্যান আর পেসারদের। সাকিব বলেন, ” আমাদের ভালো অবস্থায় থাকতে হবে। বিশেষ করে ব্যাটিংটা খুবই ভালো করতে হবে। আমাদের ফাস্ট বোলারদের চ্যালেঞ্জটা নিতে হবে। তাহলে ভালো করার সম্ভাবনা থাকবে।”

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ