ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

টেস্ট সিরিজে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট শিকারী যারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০২ ২২:৪০:১০
টেস্ট সিরিজে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট শিকারী যারা

দুই ম্যাচের চার ইনিংসে ব্যাট করে সর্বোচ্চ রান করেছেন হেটমেয়ার। ৫৫.৫০ গড়ে চার ইনিংসে তিনি করেছেন ২২২ রান। সর্বোচ্চ ৯৩ রান করেন ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে। এছাড়া চট্টগ্রামে খেলেন ৬৩ রানের এক ইনিংস। ব্যাট হাতে সিরিজে দ্বিতীয় বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ। তিন ইনিংস ব্যাট করে ৫৬.৬৬ গড়ে করেছেন ১৭০ রান। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে খেলেন ক্যারিয়ার সেরা ১৩৬ রানের ইনিংস। রানের দিক দিয়ে তিনে আছেন মুমিনুল হক। তিন ইনিংসে করেছেন তৃতীয় সর্বোচ্চ ১৬১ রান। চট্টগ্রাম টেস্টে ১২০ রান করে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি।

বল হাতে শীর্ষে মেহেদী হাসান মিরাজ। চার ইনিংসে ১৫ উইকেট নিয়েছেন এই স্পিনার। মিরপুর টেস্টে ১১৭ রান দিয়ে নিয়েছেন ১২ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট আছে দুইবার। বল হাতে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের তাইজুল ইসলাম। চার ইনিংসে ১০ উইকেট নেন তিনি। চট্টগ্রামে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৬ উইকেট। তিনে আছেন সাকিব। ইনজুরির পর দলে ফিরে চার ইনিংসে নিয়েছেন ৯ উইকেট। হয়েছেন সিরিজ সেরা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ