ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আ’লীগ নেতাকর্মীদের বিক্ষোভ, ব্যাপক ভাঙচুর

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০২ ২২:১০:৪৪
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আ’লীগ নেতাকর্মীদের বিক্ষোভ, ব্যাপক ভাঙচুর

রোববার দুপুরে ২টা দিকে বিয়ানীবাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল কাশেম পল্লবের নেতৃত্বে হাজার খানেক নেতকর্মী মিছিল বের করে। পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তারা পথসভা করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের নেতকর্মীদের ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এতে ক্ষুদ্ধ নেতাকর্মীরা বৃষ্টির মতো ছুঁড়তে থাকে।

এদিকে পুলিশি হামলার পর সভাস্থলের চেয়ার, টেবিল, ও ব্যানার তছনছ হয়ে যায়। পরবর্তীতে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা পৌর সদরের সুপাতলা রোডে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তারা, সিলেট- ৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে বিষোদগার করে বক্তব্য রাখেন। এ সময় তাকে মনোনয়ন না দেয়ার দাবি জানান।

সভাশেষে বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল কাশেম পল্লব সাংবাদিকদের বলেন, বিজয়ের মাসে আমরা বিক্ষোভ মিছিল ও সভা করার প্রস্তুতি নেই। কিন্তু নির্বাচনী আচরণের অজুহাতে কর্মসূচি প্রচারণা ও সমাবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়।

বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা লঙ্ঘনের ঘটনা আইনশৃংখলাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারে না। আচরণবিধি রক্ষায় আমরা বাধা দিয়েছি। তার দাবি, পুলিশের কেউ আহত হননি তাই অ্যাসল্ট মামলা হবে না।

সুত্র: যুগান্তর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে