নিজের রেকর্ড ভাঙলেন মিরাজ

এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং। বাংলাদেশের টেস্টের বোলারদের মধ্যে ইনিংসে তৃতীয় সেরা বোলিং ফিগার। তবে বাংলাদেশের প্রথম অফ স্পিনার হিসেবে সাত উইকেট শিকারের কীর্তি গড়েছেন মেহেদি হাসান মিরাজ। এর আগে তাইজুল ইসলাম আট উইকেট ও সাকিব আল হাসান ইনিংসে সাত উইকেট নিলেও বাংলাদেশের কোনো অফ স্পিনার টেস্টে এক ইনিংসে সাত উইকেট পাননি।
দ্বিতীয় ইনিংসে মেহেদি হাসান মিরাজ তুলে নিয়েছেন পাঁচ উইকেট। ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো ম্যাচে দশ বা তার বেশি উইকেট নিলেন মিরাজ। মেহেদি হাসান মিরাজ ছাড়া শুধুমাত্র সাকিব আল হাসানের দুইবার এক টেস্টে দশ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে। মেহেদি হাসান মিরাজের উইকেটের ধারার সূচনা হয়েছিল কায়রন পাওয়েলকে দিয়ে। উইন্ডিজের প্রথম ইনিংসে পাওয়েলের ব্যাট আর প্যাডের ফাঁক দিয়ে বল স্টাম্পে আঘাত করে। এরপর দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেন রোস্টন চেজকে। বলের লাইন ধরতে পারেননি চেজ। লোয়ার ডেলিভারিতে বোল্ড করেন সাই হোপকে। তৃতীয় দিন সকালে নিজের বলে নিজে ক্যাচ নিয়ে শিমরন হেটমেয়ারকে ফিরিয়ে দেন মিরাজ। এরপর দেবেন্দ্র বিশুকে ফিরিয়ে দিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি।
শেন ডাওরিচকে ফেলেন লেগ বিফোরের ফাঁদে আর কেমার রোচ তার বলে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন লিটন দাসের হাতে। ১৬ ওভার বোলিং করে ৫৮ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন মিরাজ।
দ্বিতীয় ইনিংসেও মিরাজকে সামলাতে গিয়ে বেসামাল হয়ে পড়ে উইন্ডিজ। বুদ্ধিমত্তার সাথে বোলিং করে স্টাম্পিংয়ের মাধ্যমে তুলে নেন ওপেনার কায়রন পাওয়েলের উইকেট। এরপর তার বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন রোস্টন চেজ। দেবেন্দ্র বিশু মিরাজের বলে ক্যাচ দেন স্লিপে থাকা সৌম্য সরকারের হাতে। এ উইকেট দিয়ে দশ উইকেট পূর্ণ করেন মিরাজ। এরপর সাজঘরে ফেরান শিমরন হেটমেয়ারকে। দুই ম্যাচের টেস্ট সিরিজের চার ইনিংসেই হেটমেয়ারের উইকেট শিকার করেন তিনি। জোমেল ওয়ারিকানকে দিয়ে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের সপ্তমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট।
টেস্টে এক ম্যাচে সেরা বাংলাদেশের বোলারদের সেরা দশ বোলিং ফিগার :
১। মেহেদি হাসান মিরাজ : ৩৬ ওভারে ১১৭ রানের বিনিময়ে ১২ উইকেট, বনাম উইন্ডিজ, ৩০ নভেম্বর, ২০১৮। ভেন্যু : মিরপুর।২। মেহেদি হাসান মিরাজ : ৪৯.৩ ওভারে ১৫৯ রানের বিনিময়ে ১২ উইকেট, বনাম ইংল্যান্ড, ২৮ অক্টোবর, ২০১৬। ভেন্যু : মিরপুর।৩। এনামুল হক জুনিয়র : ৭৩ ওভারে ২০০ রানের বিনিময়ে ১২ উইকেট, বনাম জিম্বাবুয়ে, ১৪ জানুয়ারি, ২০০৫। ভেন্যু : মিরপুর।৪। তাইজুল ইসলাম : ৬৮.১ ওভারে ১৭০ রানের বিনিময়ে ১১ উইকেট বনাম জিম্বাবুয়ে, ৩ নভেম্বর, ২০১৮। ভেন্যু : সিলেট।৫। সাকিব আল হাসান : ৫৯ ওভারে ১২৪ রানের বিনিময়ে ১০ উইকেট বনাম জিম্বাবুয়ে, ৩ নভেম্বর, ২০১৪। ভেন্যু : খুলনা।৬। সাকিব আল হাসান : ৫৩.৫ ওভারে ১৫৩ রানের বিনিময়ে ১০ উইকেট বনাম অস্ট্রেলিয়া, ২৭ আগস্ট, ২০১৭। ভেন্যু : মিরপুর।৭। তাইজুল ইসলাম : ২৯.৫ ওভারে ৮৭ রানের বিনিময়ে ৯ উইকেট বনাম জিম্বাবুয়ে, ২৫ অক্টোবর, ২০১৪। ভেন্যু : মিরপুর।৮। শাহাদাত হোসেন : ৩৪.৩ ওভারে ৯৭ রানের বিনিময়ে ৯ উইকেট বনাম দক্ষিণ আফ্রিকা, ২২ ফেব্রুয়ারি, ২০০৮। ভেন্যু : মিরপুর।৯। সাকিব আল হাসান : ৭০.৪ ওভারে ১১৫ রানের বিনিময়ে ৯ উইকেট বনাম নিউজিল্যান্ড, ১৭ অক্টোবর, ২০০৮। ভেন্যু : চট্টগ্রাম।১০। রবিউল ইসলাম শিবলু : ৫৭ ওভারে ১৫৫ রানের বিনিময়ে ৯ উইকেট বনাম জিম্বাবুয়ে, ১৭ এপ্রিল, ২০১৩। ভেন্যু : হারারে।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম কলম্বিয়া: হাইভোল্টেজ লড়াইয়ের পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ
- শেষ হলো ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচ
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আসিফ মাহমুদদের বলেন সেনাপ্রধান (ভিডিওসহ)
- নেশনস লিগ: শেষ হলো ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৯ মার্চ ২০২৫)
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- সেনাবাহিনীকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
- লারার রেকর্ড ভেঙে টেস্টে ৪০৪ রানের ইনিংস খেললেন বাংলাদেশের মুস্তাকিম
- ৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ
- অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য সুখবর
- আওয়ামী লীগের পতনের কারণ
- জানা গেল খালেদা জিয়া ও তারেক রহমানের দেশে ফেরার সময়