ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

খেলার ফাঁকেই নামাজ আদায় করলেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০২ ১৮:১৪:৩২
খেলার ফাঁকেই নামাজ আদায় করলেন সাকিব

টাইগার সাকিবের বল-ব্যাট হাতে জ্বলে ওঠার দৃশ্য বারবারই দেখেছে ক্রিকেট বিশ্ব। তবে হরহামেশা যে দৃশ্যটা স্পোর্টস চ্যানেলগুলোর ক্যামেরায় ধরা পড়ে না, তাহলো পরহেজগার সাকিবের ইবাদাত।

আজ খেলার ফাঁকে মাঠের সীমানার বাইরে দেখা গেল, সমস্ত অহংকার চূর্ণ করে খোদার দরবারে রুকু-সিজদায় অবনত হচ্ছেন দেশের ১৬ কোটি মানুষের প্রিয় এই ক্রিকেট তারকা। অল্প সময়ের বিরতিতে একটি কাপড় বিছিয়ে একাকী নামাজ আদায় করেন তিনি।

গত আগস্ট মাসেই পবিত্র মক্কা নগরীতে গিয়ে ওমরাহ্‌ পালনকারী সাকিব দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। এর আগেও তার নামাজি লেবাসের ছবি ফেসবুকে দেখা গেছে। তাই বলে মোটেও সাম্প্রদায়িক নন তিনি। সকল ধার্মিকের অনুভূতির প্রতি সব সময়ই শ্রদ্ধাশীল তিনি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ