ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

বাংলাদেশের সাথে উইন্ডিজ ও জিম্বাবুয়ের তুলনা করে যা বললেন মোঃ কাইফ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০২ ১৬:২৯:৫৪
বাংলাদেশের সাথে উইন্ডিজ ও জিম্বাবুয়ের তুলনা করে যা বললেন মোঃ কাইফ

প্রথম ইনিংসে বাংলাদেশের ৫০৮ রানের জবাবে মিরাজ-সাকিবের ঘূর্ণিতে ১১১ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে ক্যারিবীয়রা। ৩৯৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিং করতে নেমে সফরকারী দল গুটিয়ে গেছে ২১৩ রানেই। দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মিরাজ।

সিরিজসেরার পুরস্কার গেছে অধিনায়ক সাকিবের ঝুলিতে। বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ে টুইটারেবাংলাদেশের প্রশংসা করছেন ভারতীয় সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ এবং অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পি।

টুইটারে প্রশংসা করে কাইফ বলেন,

Wonderful victory for Bangladesh, their first innings victory in test cricket. West Indies is in a sorry state, Zimbabwe were far more competitive against Bangladesh in same conditions just a month ago #BanvWI

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ