ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ঐতিহাসিক এই জয়ের পর যা বললেন অধিনায়ক সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০২ ১৫:৫২:৩৪
ঐতিহাসিক এই জয়ের পর যা বললেন অধিনায়ক সাকিব

র্দূদান্ত এই জয়ে ম্যাচ শেষে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বলেন. ‘আমি এবং কোচিং স্টাফদের সকলের সিদ্ধান্তেই কোনো পেসার ছাড়া এই একাদশটা গঠন করা হয়েছিল। আমরা প্রতিটা বিভাগে ভালো করেছি। সবমিলিয়ে এটা একটি দলগত পারফরম্যান্স ছিল। আমরা মাঠে ফিল্ডিংয়ে রান বাঁচিয়েছি। তাদের উপর চাপ তৈরি করেছি। বিশেষ করে আমাদের চার জন স্পিনার। মিরাজ দূর্দান্ত বল করেছে। নাঈমও ভালো করেছে। হয়তো উইকেট দিয়ে তাকে বিচার করলে ভূল হবে। কারণ সে ২য় টেস্টে খুব বেশি উইকেট না পেলেও ভালো বল করেছে।’

সাকিব আরো বলেন ‘আমি দলের সকলের কাছে এই দুইটি টেস্টে জয় চেয়েছিলাম। এবং সকলেই সেটা করতে ভূমিকা রেখেছে। সামনে ওয়ানডে সিরিজ অপেক্ষা করছে। টেস্ট সিরিজে প্রথম টেস্টে আমি সম্পূর্ন ফিট না হলেও ২য় টেস্টে ফিট ছিলাম। আশা করি ওয়ানডেতে নিজের সম্পূর্নটাই দিতে পারবো।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ