মিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশের সিরিজ জয়

প্রথম ইনিংসে ৭ ও দ্বিতীয় ইনিংসে ৫উইকেট নেন মিরাজ।
প্রথম ইনিংসের পর ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ইনিংস ২১৩ রানে শেষ হলে ২০১৮ সালে নিজেদের শেষ টেস্ট ম্যাচে রোমাঞ্চকর এ জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
এর আগে দ্বিতীয় দিনের ৫ উইকেটে ৭৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা গোড়াপত্তনের পর দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। উইন্ডিজের প্রথম ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক (৩৯) শিমরন হেটমায়ারের ক্যাচ নিজের বলে নিজেই তালুবন্দী করে দিনের প্রথম সাফল্য বাংলাদেশকে এনে দেন মেহেদী হাসান মিরাজ।
এরপর আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেন তিনি। স্বাগতিক দলের এ অফস্পিনারের বোলিং তোপে এরপর একে একে সাজঘরে ফিরেন দেবেন্দ্র বিশু (১), কেমার রোচ (১), শন ডওরিচ (৩৭)। এর ফলে মিরাজের ক্যারিয়ার সেরা বোলিং স্পেলে দলীয় ১১০ রানে ৯ উইকেটের পতন ঘটে সফরকারীদের। মিরাজ তান্ডবের পর শেরমন লুইসকে লেগ-বিফোরের ফাঁদে ফেলে নিজের তৃতীয় উইকেট শিকারের পাশাপাশি উইন্ডিজকে ১১১ রানে অল-আউট করে বাংলাদেশ। প্রতিপক্ষকে সবচেয়ে কম রানে অলআউট করার পর নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো সফরকারীদের ফলো-অন করানোর সিদ্ধান্তও নেয় স্বাগতিকরা।
প্রথম ইনিংসে অসহায় আত্মসমর্পণের পর দ্বিতীয় ইনিংসের শুরুটাও প্রত্যাশা অনুযায়ী করতে ব্যর্থ হয় সফরকারীরা। প্রথম ইনিংসের মতো এবারও প্রথম ওভারে সাকিবের শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন ক্যারিবীয় দলনেতা ক্রেইগ ব্র্যাথওয়েট।
তার বিদায়ের পর আবারও স্বাগতিকদের স্পিন অ্যাটাকের সামনে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে সফরকারী দলের টপ-অর্ডার ব্যাটসম্যানরা। দলীয় ২৯ রানের মধ্যেই সাজঘরে ফিরেন দলটির ওপরের সারির চার ব্যাটসম্যান।
এরপর দলের হাল ধরে লড়তে থাকেন হেটমায়ার। পঞ্চম উইকেট জুটিতে শাই হোপকে নিয়ে ৫৬ রান যোগ করেন তিনি। স্বাগতিকদের বিপক্ষে এ উইকেট জুটি যখন মাথা তুলে দাঁড়ানোর পথে তখন হোপকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মিরাজ।
নিজে এক প্রান্ত ধরে ব্যাট করলেও অপর প্রান্তে উইকেট হারাতেই থাকে সফরকারীরা। তাই খোলস ছেড়ে বেরিয়ে এসে কিছুটা আক্রমণাত্বক মেজাজে রান তুলা শুরু করেন হেটমায়ার। অর্ধশতক পূর্ণের পর দলের পুরো হাল নিজের কাঁধে নিয়ে শতকের পথে হাঁটলেও শেষ পর্যন্ত আক্ষেপ নিয়ে শেষ হয় তার ইনিংস।
মিরাজের বলে মিঠুনের তালুবন্দী হলে শতক পূর্ণ থেকে সাত রান দূরে থেকেই বিদায় ঘন্টা বাজে তার। এরপর ম্যাচে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট প্রাপ্তিতে মাতেন মিরাজ। শেষ উইকেট জুটিতে রোচ ও লুইস রান ৪২ যোগ করলেও তা শুধু পরাজয়ের ব্যবধান কমাতেই সাহায্য করে সফরকারীদের। ৩৭ রান করা রোচকে নিজের তৃতীয় শিকারে তাইজুল পরিণত করলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
সংক্ষিপ্ত স্কোরকার্ড-
বাংলাদেশ: প্রথম ইনিংসে ৫০৮/১০।মাহমুদউল্লাহ ১৩৬, সাকিব ৮০, সাদমান ৭৬, লিটন ৫৪; ব্র্যাথওয়েট ৫৭/২।
উইন্ডিজ; প্রথম ইনিংসে ১১১/১০।হেটমায়ার ৩৯, মিরাজ ৫৮/৭, সাকিব ২৭/৩।
উইন্ডিজ: দ্বিতীয় ইনিংসে ২১৩/১০।হেটমায়ার ৯৩, রোচ ৩৭; মিরাজ ৫৯/৫, তাইজুল ৪০/৩।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম কলম্বিয়া: হাইভোল্টেজ লড়াইয়ের পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ
- শেষ হলো ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচ
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আসিফ মাহমুদদের বলেন সেনাপ্রধান (ভিডিওসহ)
- নেশনস লিগ: শেষ হলো ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৯ মার্চ ২০২৫)
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- সেনাবাহিনীকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
- লারার রেকর্ড ভেঙে টেস্টে ৪০৪ রানের ইনিংস খেললেন বাংলাদেশের মুস্তাকিম
- ৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ
- অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য সুখবর
- আওয়ামী লীগের পতনের কারণ
- জানা গেল খালেদা জিয়া ও তারেক রহমানের দেশে ফেরার সময়