ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

সেরা বোলারের তালিকায় শীর্ষ চারে মিরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০২ ১১:৩৬:১৮
সেরা বোলারের তালিকায় শীর্ষ চারে মিরাজ

বলা হচ্ছে মেহেদি হাসান মিরাজের কথা। চলতি সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন তিন উইকেট। বসেছিলেন দেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার পঞ্চম স্থানে। দ্বিতীয় টেস্টে ঢাকায় প্রথম ইনিংসেই নিলেন ৭টি। এবার উঠে গেলেন তালিকার চার নম্বর স্থানে। ১৮ ম্যাচের ৩৪ ইনিংসে বোলিং করা মিরাজের উইকেট সংখ্যা এখন ৭৯, যা কি-না মাশরাফির চেয়ে একটি বেশি।

ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতেই বিপজ্জনক শিমরন হেটমায়ারকে সাজঘরে পাঠিয়েছেন ফিরতি ক্যাচে পরিণত করে। হেটমায়ার আউট হতে পারতেন আগের বলেই। বাংলাদেশ ডিসিশন রিভিউ নিতে ভুল করায় লেগ বিফোরের হাত থেকে বেঁচে যান ক্যারিবীয়ান যুবা। চলতি সিরিজে এখনো পর্যন্ত তিনবারই হেটমায়ারের উইকেট নিয়েছেন মিরাজ।

দেশের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা : ১/ সাকিব আল হাসান – ২০৫* ২/ মোহাম্মদ রফিক – ১০০ ৩/ তাইজুল ইসলাম – ৯৪* ৪/ মেহেদি হাসান মিরাজ – ৮০* ৫/ মাশরাফি বিন মর্তুজা – ৭৮*

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ