ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

আবারো আউট বাংলাদেশের কাছে অসহায় উইান্ডজরা দেখুন সর্বশেষ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০২ ১১:১১:০২
আবারো আউট বাংলাদেশের কাছে অসহায় উইান্ডজরা দেখুন সর্বশেষ

চট্টগ্রাম টেস্টের মতো ঢাকাতেও দেখা গেছে আড়াইদিনেই টেস্ট শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। বাংলাদেশের সামনে হাতছানি দিচ্ছে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জয়ের রেকর্ড গড়ার সুযোগহগ। এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি ২২৬ রানের, জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালে। আগে ব্যাট করে এর চেয়ে বড় জয় নেই স্বাগতিকদের।

দ্বিতীয় দিন শেষ বিকেলে মাত্র ২৯ রানেই ৫ উইকেট তুলে নিয়েই ফলোঅনের সুযোগ তৈরি করে রেখেছিল বাংলাদেশ। দিনের শেষভাগে শিমরন হেটমায়ার ও শেন ডওরিচ জুটি গড়ে ধাক্কা সামাল দিলেও, তৃতীয় দিন সকালে আর বেশিক্ষণ টিকতে পারেননি তারা। মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে পড়েই তৃতীয় দিনে মাত্র ৫১ মিনিটে শেষ পাঁচ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।

ফলোঅনে ব্যাটিংয়ে নেমেও ইতিমধ্যে ২ উইকেট হারিয়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনো ৩৮০ রানে পিছিয়ে আছে তারা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জয় হচ্ছে ইংল্যান্ডের। অস্ট্রোলিয়ার বিপক্ষে ইনিংস ব্যবধান ও ৫৭৯ রানের ব্যবধানে জিতেছিল তারা। তালিকায় ১০ নম্বরে আছে ইংল্যান্ড। ভারতের বিপক্ষে ইনিংস ও ২৮৫ রানের ব্যবধানে জিতেছিল তারা।

বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজকে ২য় ইনিংসেও ১০০ রানের মধ্যে অলআউট করতে পারে তাহলে এটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়। আর টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা ১০টি বড় জয়ের মধ্যে একটি।

শেষ পর্যন্ত সব উইকেটে হারিয়ে ১১০ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সাথে ৩৯৭ রানে পিছিয়ে আছে উইন্ডিজরা। ফলোঅনে পড়ে থেকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারালো উইন্ডিজরা। এই রির্পোট লেখার সময় ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৭ রান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ