ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

অসহায় ভাবে বাংলাদেশে কাছে অল-আউট হলো উইন্ডিজরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০২ ১০:২৭:৪১
অসহায় ভাবে বাংলাদেশে কাছে অল-আউট হলো উইন্ডিজরা

প্রথম ওভারেই অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে শূন্য রানে আউট করেন সাকিব। দলীয় ৬ রানের মাথায় উইকেট তুলে দেন মেহেদি হাসান মিরাজ। কাইরন পাওয়েলকে বোল্ড করেন বিরাজ। দলীয় ১৭ রানের মাথায় সুনীল আমব্রিসকে বোল্ড করেন সাকিব আল হাসান।

এরপর দুই উইকেট তুলে নিল মিরাজ। দলীয় ২৯ রানের মধ্যে রস্টন চেজ এবং শাই হোপকে বোল্ড আউট করেন মিরাজ। বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ দলকে টেনে তুলছেন শেন ডওরিচ এবং শিমরন হেটমায়ার। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই উইকেট তুলে নিলেন মেহেদী হাসান মিরাজ। বিধ্বংসী শিমরন হেটমায়ারকে নিজের বলে নিজেই ক্যাচ ধরেন মিরাজ। ৩৯ রান করেন শিমরন হেটমায়ার। পরের ওভারেই এসে আবারও উইকেট তুলে নেন মিরাজ। দেবেন্দ্র বিশুকে আউট করে পাঁচ উইকেট তুলে নেন তিনি।

শেষ পর্যন্ত সব উইকেটে উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সাথে ৩৯৭ রানে পিছিয়ে আছে উইন্ডিজরা।

উইন্ডিজ টেস্ট স্কোয়াড : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জাহমার হ্যামিল্টন, শিমরন হেটমায়ার, শাই হোপ, শেরমন লুইস, কিমো পল, কাইরন পাওয়েল, রেইফন রেইফার, কেমার রোচ, জোমেল ওয়ারিকেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ