আবারো আউট, টাইগার বোলিং তোপে কোনঠাসা উইন্ডিজরা দেখুন স্কোর

উইন্ডিজ ইনিংসঃ
শুরুতে সাকিবের আঘাতঃ
৫০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা উইন্ডিজদের শুরুতেই ব্যাকফুটে ঠেলে দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। উইন্ডিজ দলপতি ক্রেইগ ব্রাথওয়েটকে ০ রানে বোল্ড করেছেন এই অলরাউন্ডার। তাঁর বিদায়ে ক্রিজে নেমেছেন শাই হোপ।
বাংলাদেশের ইনিংসঃ
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনটি নিজের করে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি হাঁকানোর দিন ডানহাতি এই ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন ১৩৬ রান করে।বাংলাদেশের ইনিংসে থামে ৫০৮ রানে।
রিয়াদ ছাড়াও অধিনায়ক সাকিব আল হাসান করেন ৮০ এবং ওপেনার সাদমান ইসলাম অনিকের ব্যাট থেকে আসে ৭৬ রান। উইন্ডিজদের পক্ষে জোমেল ওয়ারিকেন, ক্রেইগ ব্রাথওয়েট, দেবেন্দ্র বিশু এবং কিমার রোচ নিয়েছেন ২টি করে উইকেট।
এর আগে দ্বিতীয় দিনের শুরুতে ৫ উইকেট ২৫৯ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। আগের দিন দেখে শুনে খেললেও দ্বিতীয় দিন সকাল থেকেই হাত খুলে খেলতে থাকেন সাকিব। তবে দ্রুত রান যোগ তুললেও ব্যক্তিগত ৮০ রানে থামতে হয় দলপতি সাকিবকে।
কিমার রোচের বলে ইনিংসের ৯৭তম ওভারের পঞ্চম গালি অঞ্চলে শাই হোপের হাতে ধরা পড়েন সাকিব। সাকিব ফিরলেও লিটনকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন রিয়াদ। এই দুজনের ব্যাটে ভর করে লাঞ্চে যায় বাংলাদেশ।
এর আগে অবশ্য ওয়ানডে মেজাজে ব্যাট করে ফিফটি তুলে নেন লিটন। তাঁকে সঙ্গ নেয়া সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও দেখা পান ফিফটির। তবে লাঞ্চের পর ব্যাট করতে নেমে উইকেট ছুঁড়ে দেন লিটন দাস। ব্যক্তগত ৫৪ রানে উইন্ডিজ দলপতি পার্টটাইম স্পিনার ক্রেইগ ব্রাথওয়েটের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হন তিনি। ৮৭ স্ট্রাইক রেটে ৬২ বলে ৫৪ রান আসে তাঁর ব্যাট থেকে।
লিটন বিদায় নেয়ার খানিক পর মেহেদি হাসান মিরাজও ১৮ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন। এরপর নবম উইকেট জুটিতে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন মাহমুদুল্লাহ রিয়াদ।
তাইজুলের সঙ্গে রিয়াদের ৫৬ রানের জুটি ভাঙ্গেন উইন্ডিজ দলপতি ব্রাথওয়েট। ২৬ রান করা তাইজুলকে বিদায় করেন তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে নামা নাঈম ইসলামকে সঙ্গে নিয়ে দ্রত রান তুলতে থাকেন রিয়াদ।
তাঁর ব্যাটে ভর করেই দলীয় ৫০০ রানের পুঁজি পায় টাইগাররা। কিন্তু দলীয় ৫০৮ রানে জোমেল ওয়ারিকেনকে ইনসাইড আউট শট খেলতে গিয়ে বোল্ড হন রিয়াদ। ১৩৬ রানে থামে তাঁর ইনিংস। বাংলাদেশ অল আউট হয় ৫০৮ রানে। নাঈম অপরাজিত থাকেন ১২ রানে।
প্রথম দিনঃ
সাকিবের সিদ্ধান্তে ব্যাট করতে নেমে অভিষিক্ত সাদমান ইসলাম অনিক এবং সৌম্য সরকারের ব্যাটে শুরুটা ভালোই করে টাইগাররা। শুরু থেকেই দুই ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে ব্যাট করছিলেন। কিন্তু শুরুটা ভালো হলেও ব্যক্তিগত ১৯ রানে রস্টন চেজকে অফ সাইডে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে বসেন সৌম্য।
চট্টগ্রাম টেস্টেও সৌম্য একই ধরণের শট খেলতে গিয়ে সাজঘরে ফিরেছিলেন স্লিপে ক্যাচ দিয়ে। তাঁর ভুলের কারণে সাজঘরে নেমেছেন মমিনুল হক। এরপরই লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা।
লাঞ্চের ঠিক দুই বল আগে অপ্রয়োজনীয় শট খেলে বিদায় নেন মমিনুল হক। সাদমান ইসলামের সঙ্গে হাল ধরেই খেলছিলেন তিনি। একপ্রান্তে সাদমান থিতু হয়ে খেললেও নিজের স্বাভাবিক খেলাটাই খেলছিলেন মমিনুল।
কিন্তু ঠিক লাঞ্চের আগের উইন্ডিজ পেসার কিমার রোচের বলে অফ স্ট্যাম্পের বাইরের বলকে পুল করতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফেরেন মমিনুল। ২৯ রান আসে তাঁর ব্যাট থেকে। মমিনুল ফিরলেও মিঠুনের সঙ্গে হাল ধরে খেলে তামিম ইকবাল, জাভেদ ওমর বেলিম এবং হান্নান সরকারের পর চতুর্থ বাংলাদেশী ওপেনার হিসেবে অভিষেক টেস্ট ইনিংসে অর্ধশতক হাঁকান সাদমান ইসলাম।
১৪৭ বলে টেস্ট মেজাজে ব্যাট করে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। তাঁর ফিফটির পাশাপাশি দলীয় ১০০ রানের পুঁজি পেয়েছে টাইগাররা। মোহাম্মাদ মিঠুনকে সঙ্গে নিয়ে উইকেটে থিতু হয়ে ব্যাট করছেন এই বাঁহাতি ওপেনার।
অন্য প্রান্তে অভিষিক্ত সাদমান ইসলামের সাথে ভালোই খেলছিলেন মোহাম্মদ মিঠুন। জুটি গড়েছিলেন ৬৪ রানের। কিন্তু ৫৭তম ওভারে বোলিংয়ে এসে নিজের প্রথম বলেই মিঠুনকে বোল্ড করে সাজঘরে পাঠান ক্যারিবিয়ান স্পিনার দেবেন্দ্র বিশু।
তাঁর গুগলি বলটিকে পুল করতে গিয়ে আউট হয়ে ফেরেন তিনি। আর এরই সাথে টানা তিন ইনিংসে বিশুর বলে ফিরতে হলো মিঠুনকে। এর আগের টেস্টের দুই ইনিংসেও একই স্পিনারের বলে আউট হয়েছিলেন তিনি।
মিঠুনের বিদায়ের পর অর্ধশতক হাঁকানো সাদমানও বেশীক্ষণ টিকতে পারেননি। ক্যারিবিয়ান স্পিনার দেবেন্দ্র বিশুর ৫৯তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউয়ের শিকার হন এই ওপেনার। এরই সাথে শেষ হয় তাঁর ৭৬ রানের ইনিংসটির।
চা বিরতির পর ব্যাট করতে নেমে বেশীক্ষণ টিকে থাকতে পারেন নি মুশফিকুর রহিম। উইন্ডিজ পেসার শেরমন লুইসের ফুল লেন্থের ছোড়া বলে বোল্ড হয়ে বিদায় নেন মুশফিক। তাঁর বিদায়ে ক্রিজে নামেন মাহমুদুল্লাহ রিয়াদ। পাঁচ উইকেট হারালেও মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানের ব্যাটে ভর করে দলীয় ২০০ রানের পুঁজি পায় বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে রান বাড়িয়ে চলেন অধিনায়ক সাকিব আল হাসান। ৫০ রানের ঊর্ধ্বে জুটিও গড়েন দুইজন। সেই সঙ্গে ফিফটি তুলে নেন দলপতি সাকিব আল হাসান। সাকিব এবং রিয়াদের ব্যাটে ভর করেই ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশঃ
সাদমান ইসলাম, সৌম্য সরকার, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান।
স্কোর-
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ৫০৮ অল আউট (১৫৪ ওভার)
(মাহমুদুল্লাহ ১৩৬, সাকিব ৮০, সাদমান ৭৬) (ব্রাথওয়েট ৫৭/২)
উইন্ডিজ প্রথম ইনিংসঃ ৩১/৫ (১২ ওভার)
শিমরন হেটমায়ার ৪*, শেন ডওরিচ ১*
উইন্ডিজ একাদশঃ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, সুনীল আমব্রিস, রস্টন চেজ, শিমরন হেটমায়ার, শেন ডওরিচ (উইকেটরক্ষক), জোমেল ওয়ারিকেন, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, শিরমন লুইস।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম কলম্বিয়া: হাইভোল্টেজ লড়াইয়ের পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ
- শেষ হলো ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচ
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- নেশনস লিগ: শেষ হলো ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আসিফ মাহমুদদের বলেন সেনাপ্রধান (ভিডিওসহ)
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৯ মার্চ ২০২৫)
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- সেনাবাহিনীকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
- লারার রেকর্ড ভেঙে টেস্টে ৪০৪ রানের ইনিংস খেললেন বাংলাদেশের মুস্তাকিম
- ৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ
- অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য সুখবর
- আওয়ামী লীগের পতনের কারণ
- জানা গেল খালেদা জিয়া ও তারেক রহমানের দেশে ফেরার সময়