ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

বিরতিতে থেকে ফিরে আউট হয়ে গেলেন দেখুন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০১ ১৪:৪১:২৪
বিরতিতে থেকে ফিরে আউট হয়ে গেলেন দেখুন সর্বশেষ স্কোর

মাহমুদউল্লার সেঞ্চুরিতে বড় সংগ্রহ বাংলাদেশের

লাঞ্চ বিরতির আগ পর্যন্ত বেশ ভালো অবস্থানে ছিল বাংলাদেশ দল। লাঞ্চের আগে ক্যারিয়ারের চতুর্থ ফিফটির দেখা পেয়েছিলেন লিটন দাস। সেই সাথে ফিফটি পেয়েছিলেন মাহমুদউল্লাহও। আট নম্বরে নেমে প্রথমবার ফিফটির দেখা পেলেন লিটন। দুইজনেই বেশ ভালো অবস্থানে থেকে লাঞ্চ বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। তবে আবারো ইনিংস বড় করতে পারেননি লিটন। মাহমুদউল্লাহর সঙ্গে ৯২ রানের জুটি গড়ে উইন্ডিজ অধিনায়ক ব্র্যাথওয়েটের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ব্যক্তিগত ৬২ বলে ৫৪ করে বোল্ড আউট হন লিটন। তার বিদায়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মাহমুদউল্লাহ। মাত্র ১৯ রানের জুটি হয় মিরাজের সঙ্গে সেটিও ১৮ রান আসে মিরাজের ব্যাট থেকে। মিরাজ আউট হলে মাহমুদউল্লাহকে সঙ্গ দিতে আসেন বোলার তাইজুল।

তাইজুলকে নিয়ে বেশ ভালোভাবে সামলেছেন মাহমুদউল্লাহ। ব্যাট হাতে রান পেয়েছেন তাইজুলও। চা-বিরতির একটু আগে রোস্টন চেজকে চার মেরে ক্যারিয়ারের তৃতীয় শতকের দেখা পান মাহমুদউল্লাহ। ক্যারিয়ারের তৃতীয় এই বছরে দ্বিতীয়। সেঞ্চুরির দেখা পেয়ে আগ্রাসী ব্যাট করতে থাকেন মাহমুদউল্লাহ। ১০৯ রানে অপরাজিত থেকে চা বিরতিতে যান মাহমুদউল্লাহ। সকালে পাঁচ উইকেট হাতে রেখে শুরু করা সাকিব ও মাহমুদউল্লাহ বেশ ভালোভাবেই করেছিলেন উইন্ডিজ বোলারদের বিপক্ষে। দিনের শুরু থেকে বেশ অ্যাটাকিং ব্যাটিং করতে থাকেন সাকিব। যেখানে প্রথমদিনে চার হাঁকিয়েছেন মাত্র একটি সেখানে ৫৫ রান থেকে ৮০ যেতে চার হাঁকিয়েছেন পাচটি। সাকিবের ইনিংস থামে ব্যক্তিগত ৮০ রানে। মাহমুদউল্লাহ-সাকিবের ১১১ রানের জুটি ভাঙেন পেসার কেমার রোচ। দলীয় ৩০১ রানে রোচের বলে হোপের হাতে ক্যাচ তুলে বিদায় নেন সাকিব।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ (প্রথম ইনিংস) ৪৭৫/৯

মাহমুদউল্লাহ ১১২*, নাইম ৩* , সাকিব ৮০, লিটন ৫৪, সাদমান ৭৬, তাইজুল ২৬: রোচ ২-৬১

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ