ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ইতিহাসে প্রথম যে ঘটনার জন্ম দিল বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০১ ১২:২০:৪০
ইতিহাসে প্রথম যে ঘটনার জন্ম দিল বাংলাদেশ

টানা ৮ ব্যাটসম্যানের রান ১৪+। প্রথমদিনের শুরুতেই এই যাত্রাটা শুরু হয় সৌম্য-সাদমানের ব্যাট ধরে। আউট হওয়ার আগ পর্যন্ত সাদমান করেছিলেন ৭৬ রান। অন্যদিকে চেজের বলে অপমৃত্যুর আগমুহুর্ত পর্যন্ত ১৯ রান ছিল সৌম্য সরকারের।

অন্যদিকে ৪২, ৪৫, ৬৪ ও ১০ রানের মাঝারি আকারের চারটি ছোট-বড় জুটি গড়ার মুহুর্তে সাদমানের সঙ্গে মুমিনুল (২৯), মিথুন (২৯) ও সাকিব (৮০) দুই অঙ্কের ঘরে পৌঁছে যান। এরপর মুশফিক বড় স্কোর না খেলেলেও ঠিকই দুই অঙ্কের রান পূরণ করেন। আর রিয়াদ-লিটনের কথা না বললেই নয়। দুইজনে মধ্যাহৃভোজের আগমুর্হুতে ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন। সে সঙ্গে ইতিহাসের দাবি, এই প্রথম বাংলাদেশিদের মধ্যে টানা আট ব্যাটসম্যান ১৪+ রান সংগ্রহ করেছেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ