ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

প্রিয়াঙ্কা-নিকের সংগীতে কী গান বেজেছে

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০১ ১১:৫৩:৫৯
প্রিয়াঙ্কা-নিকের সংগীতে কী গান বেজেছে

ভারতীয় আর পাশ্চাত্য—দুই ধরনের গানে গানে জমে উঠেছিল গতকাল সন্ধ্যার এই সংগীত আয়োজন। উমেদ ভবন প্যালেসের কোনায় কোনায় গুঞ্জে ওঠে বলিউড আর হলিউডের গান। জানা গেছে, গত শতকের সত্তর ও আশির দশকের সুরেলা গান প্রিয়াঙ্কা-নিকের বিয়ের এই সংগীত জলসাকে এক অন্য মাত্রা এনে দেয়। ‘ইয়ে শ্যাম মাস্তানি’, ‘তুম মিলে গুল খিলে’, ‘মেরে লিয়ে মেরে লিয়ে’, ‘দিল কি কলম’-এর মতো কালজয়ী গান বাজানো হয় এই সান্ধ্য আসরে। ‘টাইটানিক’ ছবির থিম গানও বাজানো হয়। তবে শুধু গান নয়, নাচে নাচে জমে উঠেছিল প্রিয়াঙ্কা-নিকের সংগীত আয়োজন। জানা গেছে, নাচের কোরিওগ্রাফি করেন জনপ্রিয় কোরিওগ্রাফার গণেশ হেগড়ে। অতিথিরাও গণেশের তালে তাল মিলিয়েছেন।

গত বৃহস্পতিবার থেকে একে একে অতিথিরা আসতে শুরু করেন উমেদ ভবন প্যালেসে। প্রিয়াঙ্কা-নিকের বিয়েকে ঘিরে বিদেশি অতিথিরা এতটাই উত্তেজিত যে তাঁরা বিমানবন্দর থেকেই নাচতে শুরু করেছেন। গত বৃহস্পতিবার থেকে বিয়ের রীতিনীতি শুরু হয়ে গেছে। শুধু প্রিয়াঙ্কা নন, নিকও হাতে মেহেদি পরেছেন। মেহেদি অনুষ্ঠানে উপস্থিত সবাই মেহেদিতে নিজেদের হাত রাঙিয়ে তোলেন। জানা গেছে, ২ ডিসেম্বর হিন্দুরীতি অনুযায়ী প্রিয়াঙ্কা এবং নিক সাত পাকে বাঁধা পড়বেন। আর ৩ ডিসেম্বর খ্রিষ্টানরীতি অনুযায়ী তাঁরা বিয়ে করবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে