ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

সেঞ্চুরি হলো না সাকিবেরও

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০১ ১০:২১:৩১
সেঞ্চুরি হলো না সাকিবেরও

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৭৬ রানে থেমেছিলেন সাদমান ইসলাম। একই পথে হাঁটলেন সাকিব আল হাসানেরও। সেঞ্চুরি থেকে ২০ রান দূরে থাকতে সাজঘরে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক।

পেসার কেমার রোচের অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ব্যাটসম্যান। আউট হওয়ার আগে ১৩৯ বলে ৬ চারে ৮০ রান করেন সাকিব। তার বিদায়ে ভাঙে ১১১ রানের ষষ্ঠ উইকেট জুটি।

সাকিব-মাহমুদউল্লাহ জুটির সেঞ্চুরি

কেমার রোচের বল ফ্লিক করে বাউন্ডারি হাঁকান মাহমুদউল্লাহ রিয়াদ। এই বাউন্ডারির মধ্য দিয়ে সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদ জুটির শতরান স্পর্শ করে। ১০১ বলে এসেছিল এই জুটির পঞ্চাশ, দ্বিতীয় পঞ্চাশ এসেছে মাত্র ৬৫ বলে।

সাকিব-মাহমুদউল্লাহর ব্যাটের দিকে তাকিয়ে বাংলাদেশ

স্বাগতিকরা চাইছে লম্বা জুটি গড়ে বড় স্কোর গড়তে। প্রথম ইনিংসে উইন্ডিজের কাঁধে রানের বোঝা চাপিয়ে দিতে। প্রথম দিনের খেলা শেষে এমনটাই জানিয়েছিলেন সাদমান ইসলাম।

সাকিব-মাহমুদউল্লাহর কাঁধেই এখন গুরু দায়িত্ব। এই দুজনের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। এই দুজন ছাড়াও ব্যাট হাতে আশার প্রতীক হিসেবে একাদশে আছেন লিটন দাস-মেহেদী মিরাজরাও। তবে সেই পথে দলকে এগিয়ে দিতে হবে সাকিব-মাহমুদউল্লাহকেই।

স্বস্তিতে পার প্রথম দিন

পাঁচ উইকেটে ২৫৯ রান তুলে প্রথম দিন পার করেছে বাংলাদেশ। উইকেটে আছেন অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব ৫৫ রানে ও মাহমুদউল্লাহ ৩১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ২৫৯ রানে দিন শেষ করার ভিতটা গড়ে দিয়েছেন অভিষিক্ত সাদমান ইসলাম। সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিমদের দ্রুত ফেরার দিনে ৭৬ রানের দারুণ ইনিংস খেলে অভিষেক ম্যাচটা স্মরণীয় করে রেখেছেন বাঁহাতি এই ওপেনার।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

উইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, শিমরন হিটমেয়ার, রোস্টন চেজ, সুনীল আম্ব্রিস, শেন ডওরিচ, শেরমান লুইস, জোমেল ওয়ারিকেন, কেমার রোচ ও দেবেন্দ্র বিশু।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ