ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ক্রিকেটার হওয়ার গল্প বললেন সাদমান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০১ ০৮:৩৫:১৫
ক্রিকেটার হওয়ার গল্প বললেন সাদমান

সাদমান বলেন, 'বাবার ভূমিকা অবশ্যই আছে। আব্বু সব সময় ক্রিকেটে সহযোগিতা করেছে। আমি সব সময় ক্যাম্পে যেতাম। অনূর্ধ্ব ১৫-১৭ ক্যাম্পে সব সময় আমাকে নিয়ে যেত। তখন আমি ছোট ছিলাম। তখন থেকেই আমার ইচ্ছা ছিল খেলোয়াড় হবো।

সাদমান বেড়ে উঠেছেন নিজের বাবার দেখানো পথেই। যেখানে খেলোয়াড় হওয়ার পেছনে পরিবার অন্তরায় হয়ে দাঁড়ায় সেখানে সাদমান পেয়েছেন শতভাগ সমর্থন। তিনি বলেন, যেভাবে আব্বু খেলার জন্য বলছে , আমি একাডেমি কিংবা স্কুল ক্রিকেট থেকে ওভাবেই তৈরি হয়েছি। আমাকে অনেক সাপোর্ট করেছে খেলার জন্য। কীভাবে খেলতে হয়, কীভাবে লাইফ সেট করতে হয় ক্রিকেটারদের ওগুলো আমাকে এখনো বলে। নিজেকে চেষ্টা করি ওভাবে রাখার।'

সাদমান জানিয়েছেন প্রথম দিন ভালো খেলার অনুভতিও। প্রথম দিনে সর্বোচ্চ রান আসে তার ব্যাট থেকেই। 'অবশ্যই ভালো লাগছে। সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। ডেব্যু টেস্ট। আমি চেষ্টা করেছি আমার দলের জন্য সেরাটা দেওয়ার।' এভাবেই নিজের অনুভুতি প্রকাশ করছিলেন নবাগত এই ক্রিকাটার।

তবে অল্পের জন্য সেঞ্চুরি মিস করায় কোনো আক্ষেপ নেই। আক্ষেপ অন্য জায়গায়। দলের জন্য আরও ভালো কিছু করতে পারতেন তিনি। তবে অল্পের জন্য সেঞ্চুরি মিস করায় কোন আক্ষেপ নেই। আক্ষেপ অন্য জায়গায়। দলের জন্য আরও ভালো কিছু করতে পারতেন এ বাঁহাতি। তিনি বলেন, 'এমন কোনো হতাশা নেই, একটু তো সবারই ডেব্যু ম্যাচে সেঞ্চুরির চাওয়া তো সবারই থাকে। ওরকম কোনো হতাশা নেই। চেষ্টা করেছি দলের জন্য যতটুকু দেওয়ার দরকার ছিল আমি সেরকম ব্যাটিং করেছি। হয়তো পুরোটা করতে পারিনি। যেরকম দরকার ছিল শেষ করতে পারিনি। আমার মনে হয় আরেকটু দিতে পারতাম দলকে।'

তার গড়া ইনিংসেই দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ। শুরুটা করেছিলেন সাদমান, শেষটা করেছেন সাকিব-মাহমুদুল্লাহ। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ২৫৯ রান। সাকিব-মাহমুদুল্লাহ দুজনেই অপরাজিত আছেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ