ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

সেরা দের সেরা মুমিনুল,দেখেনিন তালিকার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ০১ ০১:৩৩:০৫
সেরা দের সেরা মুমিনুল,দেখেনিন তালিকার

অপরদিকে মার্করাম চলতি বছর সংগ্রহ করেছেন ৯টি ম্যাচে ৬৬৩ রান। হাঁকিয়েছেন ২টি করে শতক এবং অর্ধশতক। অপরদিকে লঙ্কান ব্যাটসম্যান করুনারত্নের সংগ্রহ ৭টি টেস্ট ৬৪৭ রান। তাঁর শতক রয়েছে ১টি এবং অর্ধশতক ৬টি।

তবে তালিকার শীর্ষে থাকা ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি অনেকটা ধরা ছোঁয়ারই বাইরে রয়েছেন মমিনুলের। এ বছর মোট ১০টি টেস্ট ম্যাচে ১০৬৩ রান সংগ্রহ করেছেন এই রান মেশিন। হাঁকিয়েছেন ৪টি শতক এবং ৪টি অর্ধশতক।

এরপর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থতে অবস্থান যথাক্রমে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস এবং ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার।

২০১৮ সালের সেরা পাঁচ রান সংগ্রাহক (এখন পর্যন্ত)-

১। ভিরাট কোহলি (ভারত)- ১০ ম্যাচে ১০৬৩ রান

২। জো রুট (ইংল্যান্ড)- ১৩ ম্যাচে ৯৪৮ রান

৩। কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)- ১০ ম্যাচে ৭৯৮ রান

৪। জস বাটলার (ইংল্যান্ড)- ১০ ম্যাচে ৭৬০ রান

৫। মমিনুল হক (বাংলাদেশ)- ৮* ম্যাচে ৬৭৩ রান

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ