ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

এবার কোহিলের হাফপ্যান্ট নিয়ে বিতর্ক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ৩০ ২৩:০১:৫৪
এবার কোহিলের হাফপ্যান্ট নিয়ে বিতর্ক

ম্যাচের টস সেশনে কোহলি হাজির হন আটপৌরে আউটলুকে, একটি হাফপ্যান্ট পরে। যদিও ম্যাচ রেফারির সাথে আসা ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের অধিনায়ক স্যাম হোয়াইটম্যান এ সময় পুরোপুরি খেলার পোশাক নিয়েই দাঁড়িয়েছিলেন টস করতে। সম্প্রতি টস সেশনের এই ছবিটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় কোহলিকে নিয়ে বিতর্ক।

জাতীয় দলের বিপক্ষে বোর্ড একাদশের প্রস্তুতি ম্যাচগুলো আন্তর্জাতিক মর্যাদা না পেলেও এসব ম্যাচে লড়াই হয় দেখার মতই। শুধু তা-ই নয়, এসব ম্যাচও অনেক সময় পায় হাই ভোল্টেজ মর্যাদা, যার কারণে ম্যাচের দিকে আটকে থাকে ক্রিকেট সংশ্লিষ্টদের দৃষ্টি। অস্ট্রেলিয়ার প্রথম সারির খেলোয়াড়দের নিয়েই গড়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে সফরকারী ভারত জাতীয় দল কেমন পারফর্ম করে সেটি দেখতে সবার আগ্রহ ছিল ম্যাচটিতে। তাই কোহলির এই হাফপ্যান্ট পরে টস করতে আসার বিষয়টিকে নেতিবাচকভাবেই দেখছেন অনেকে। কারও কারও মতে, এতে ক্রিকেটকে অসম্মানিত করেছেন কোহলি।

কোহলির বিতর্ক জন্ম দেওয়া এই প্রস্তুতি ম্যাচে অবশ্য খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই ভারত। ৩৫৮ রানে নিজেরা গুটিয়ে যাওয়ার পর এবার ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ব্যাটসম্যানদের দারুণ পারফরম্যান্সের বিপক্ষে। তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫৬ রান নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক দল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ