ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ভারতীয় দলে সবচেয়ে পেটুক ও বেশি ঘুমায় কে জানালো বোর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ৩০ ২২:৪২:২০
ভারতীয় দলে সবচেয়ে পেটুক ও বেশি ঘুমায় কে জানালো বোর্ড

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট শুরুর আগে বেশ কিছুদিন বিশ্রাম পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। তাই জন্য জসপ্রিত বুমরা, রোহিত শর্মা, কে এল রাহুল, দীনেশ কার্তিকও ভুবনেশ্বর কুমারকে দেখা গেল এক ভিডিওতে। সেখানে তাঁরা নিজেদের দলের ক্রিকেটারদের সম্পর্কে কথা বলছেন। জানাচ্ছেন, তাঁদের সতীর্থদের মধ্যে কে ঠিক কেমন! এই যেমন কে সব থেকে বেশি খেতে ভালবাসেন! কার ভুলে যাওয়ার রোগ রয়েছে! তাত্ক্ষণিক প্রশ্নোত্তরের আয়োজন করা হয়েছিল। সেগুলোই ভিডিওর মাধ্যমে সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য তুলে ধরা হয়েছে। প্রায় প্রতিটা প্রশ্নই মজার মোড়কে। আর সেগুলোর উত্তর দিতে গিয়েও মেন ইন ব্লু-র ক্রিকেটাররা হেসে গড়াগড়ি খাওয়ার জোগাড়। একের পর এক প্রশ্নের জবাব দিলেন ভুবি, রোহিতরা।

তবে বিসিসিআই হয়তো অন্য একটা ব্যাপার বোঝানোর তাগিদেই এমন একখানা ভিডিও পোস্ট করেছে। টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা একে অপরকে ঠিক কতটা ভালমতো চেনেন! এটাই যেন আরও একবার প্রমাণ হয়ে গেল একটা ভিডিও-র মাধ্যমে।

সামনেই কঠিন টেস্ট সিরিজ। অজিদের বিরুদ্ধে ৬ ডিসেম্বর সিরিজের প্রথম টেস্টে খেলতে নামবে ভারতীয় দল। ইতিমধ্যে দুই দেশের প্রাক্তন ক্রিকেটার বাগযুদ্ধ শুরু হয়েছে। ভারতের প্রাক্তন তারকারা মনে করছেন, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনা রয়েছে কোহলির এই দলের। যদিও অজি প্রাক্তনরা এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে। গিলক্রিস্টের মতো কেউ কেউ সাবধান করছেন, অজি বোলারদের বাউন্সার সামলে সিরিজ জয়ের রাস্তাটা সহজ হবে না। তবে এরই মধ্যে ভারতীয় দলের জন্য একটা ভাল ব্যাপার রয়েছে। অজি দলের অন্যতম দুই তারকা ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ এই সিরিজে খেলবেন না।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ