ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ম্যাচ চলাকালে সাকিবের সাথে যে কথা হয়েছিল সাদমানের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ৩০ ২০:১৬:৫৮
ম্যাচ চলাকালে সাকিবের সাথে যে কথা হয়েছিল সাদমানের

দীর্ঘ ইনিংস খেলার সময় চতুর্থ জুটিতে সাকিবকে সঙ্গী হিসাবে পান সাদমান। এইসময় ক্যাপ্টেনের সঙ্গে মাত্র ১০ রানের জুটির ইনিংস খেলাকালে দুইজনের মাঝে প্রায়ই কথা বলতে দেখা হয়। আসলে সে সময় ক্যাপ্টেনের সঙ্গে কি কথা হয়েছিল তার? এ নিয়ে অনেকেরই কিউরিসিটি রয়েছে। তবে প্রথমদিন শেষে সংবাদ সম্মেলনে এসে সাদমান সে বিষয়টি পরিষ্কার করেন। বলেন, ‘সাকিব ভাই আমাকে বলেছেন, তুমি ঘরোয়াতে যেভাবে খেল ঠিক সেভাবেই খেলবে। এক্সর্টা কিছু করতে যেও না। একদম ন্যাচারালি খেলবে। আর এটা আমাকে কাজে দিয়েছে।’

সত্যিকার অর্থে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করা গেছে সাদমানকে হাত গুটিয়ে পথ চলতে। এই ক্ষেত্রে কিছুটা ভয়-জড়তা এবং অভিষেকের নির্যাস পাওয়া গেছে। তবে সংবাদ সম্মেলনে সে বিষয়টিও অকপটে স্বীকার করেছেন ২৩ বছর বয়সী এই তরুণ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ