ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

টি-ব্রেক থেকে ফিরেছে বাংলাদেশ,৬৫ ওভার দেখুন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ৩০ ১৪:৪১:৫৮
টি-ব্রেক থেকে ফিরেছে বাংলাদেশ,৬৫ ওভার দেখুন সর্বশেষ স্কোর

ভালো শুরুর ইঙ্গিত দিয়ে ৪২ বলে ১৯ রানে আউট হোন সৌম্য। এরপর সাদমানের সাথে জুটি বাঁধেন চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিয়ান মুমিনুল হক। এই জুটিতে আসে ৪৫ রান। লাঞ্চ বিরতির আগের ওভারে কেমার রোচের বলে ২৯ রানে আউট হোন মুমিনুল। লাঞ্চের আগে টাইগারদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৮৭ রান।

লাঞ্চের পরে সাদমানের সাথে জুটি বাঁধেন মোহাম্মদ মিঠুন। বাউন্ডারির দিকে না ছুটেএই জুটি দারুণ খেলছিল। এর মাঝে অভিষেক টেস্টেই অর্ধশতকের দেখা পান সাদমান ইসলাম। ওয়ারিকানের বলে চার মেরে ১৪৭ বলে অর্ধশতক আসে সাদমানের। এরপর আরও সতর্ক হয়ে খেলতে থাকেন এই তরুণ। মিঠুনের সাথে গড়েন ৬৪ রানের জুটি।

দলীয় ১৫১ রানের মাথায় মিঠুনকে ২৯ রানে বোল্ড করে জুটি ভাঙ্গেন দেবেন্দ্র বিশু। এরপর শতকের আশা জাগিয়ে আউট হোন সাদমানও। ১৯৯ বলে ৬ চারে ৭৬ রান করেন সাদমান। ক্যারিয়ারের প্রথম ইনিংসেই নজর কাড়লেন এই বামহাতি ব্যাটসম্যান।

সাদমানের আউটের পর টি-ব্রেকের আগ পর্যন্ত আর উইকেট হারায়নি বাংলাদেশ। সাকিব আল হাসান ১৩ রানে ও মুশফিকুর রহিম ৪ রানে অপরাজিত আছেন

সংক্ষিপ্ত স্কোর- (টি ব্রেক-প্রথম দিন)বাংলাদেশঃ১৮২/৪ (৬৩ ওভার)-( সাকিব ১৫*)(মুশফিক ৮*)

সাদমান ৭৬, মুমিনুল ২৯, মিঠুন ২৯, সৌম্য ১৯,বিশু ২/৪০

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ