ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ব্যাটিং তান্ডব শুরু টাইগারদের,৪৭ ওভারে দেখুন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ৩০ ১৩:০২:৫৯
ব্যাটিং তান্ডব শুরু টাইগারদের,৪৭ ওভারে দেখুন সর্বশেষ স্কোর

মমিনুলের বিদায়ঃ লাঞ্চের ঠিক দুই বল আগে অপ্রয়োজনীয় শট খেলে বিদায় নিয়েছেন মমিনুল হক। সাদমান ইসলামের সঙ্গে হাল ধরেই খেলছিলেন তিনি। একপ্রান্তে সাদমান থিতু হয়ে খেললেও নিজের স্বাভাবিক খেলাটাই খেলছিলেন মমিনুল। কিন্তু ঠিক লাঞ্চের আগের কিমার রোচের বলে অপ্রয়োজনীয় শট খেলে ক্যাচ আউট হয়ে ফেরেন মমিনুল। ২৯ রান আসে তাঁর ব্যাট থেকে।

সৌম্য-সাদমানের ভালো সূচনাঃ টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ অভিষিক্ত সাদমান ইসলাম অনিক এবং সৌম্য সরকারের ব্যাটে শুরুটা ভালোই করে। শুরু থেকেই দুই ব্যাটসম্যান দায়িত্ব নিয়ে খেলতে থাকেন।

কিন্তু ব্যক্তিগত ১৯ রানে রস্টন চেজকে অফ সাইডে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে বসেন সৌম্য। চট্টগ্রাম টেস্টেও সৌম্য একই ধরণের শট খেলতে গিয়ে সাজঘরে ফিরেছিলেন স্লিপে ক্যাচ দিয়ে। তাঁর ভুলের কারণে সাজঘরে নেমেছেন মমিনুল হক। এরপরই লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা।স্কোর-

বাংলাদেশ প্রথম ইনিংসঃ১২৫/২, ৪৭ ওভার

(সাদমান৫৮*) (মিঠুন ১৩*)

বাংলাদেশ একাদশঃ

সাদমান ইসলাম, সৌম্য সরকার, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান।

উইন্ডিজ একাদশঃ

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, সুনীল আমব্রিস, রস্টন চেজ, শিমরন হেটমায়ার, শেন ডওরিচ (উইকেটরক্ষক), জোমেল ওয়ারিকেন, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, শিরমন লুইস।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ