ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

অবশেষে বাংলাদেশ পেলো বিশ্বের ৩ নাম্বার পজিশনের ব্যাটসম্যান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৯ ২১:০০:১৭
অবশেষে বাংলাদেশ পেলো বিশ্বের ৩ নাম্বার পজিশনের ব্যাটসম্যান

২। চেতেশ্বর পুজারাঃ এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৯ টি। ৯ ম্যাচে ১৫ ইনিংসে ব্যাট করে মোট রান করেছেন ৪৭৩। সর্বোচ্চ রান ১৩২। এভারেজ ৩৩.৭৮। শতক আছে ১ টি। অর্ধশতক ৩টি।

৩। ধানাঞ্জে ডি সিলভাঃ এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৯ টি। ৯ ম্যাচে ১৪ ইনিংসে ব্যাট করে মোট রান করেছেন ৪৩৮। সর্বোচ্চ রান ১৭৩। এভারেজ ৩১.২৮। শতক আছে ১ টি। অর্ধশতক ২টি।

৪। উসমান খাজাঃ এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৫ টি। ৫ ম্যাচে ৯ ইনিংসে ব্যাট করে মোট রান করেছেন৩৩৬ । সর্বোচ্চ রান ১৭১। এভারেজ ৩৭.৩৩। শতক আছে ১ টি। অর্ধশতক ২টি।

৫। জো রুটঃ এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৭ টি। ৭ ম্যাচে ১১ ইনিংসে ব্যাট করে মোট রান করেছেন ৩১৪। সর্বোচ্চ রান ৮০। এভারেজ ২৮.৫৪। শতক নাই। অর্ধশতক ৩টি।

এ ছাড়াও এই লিস্টে আছেন হাসিম আমলা,কেন উইলিয়ামসন,আজহার আলী,কাইরেন পাওয়েল

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ