ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৯ ২০:৩৩:১৩
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যদি ২-০ ব্যবধানে জয় লাভ করে তবে পুরোনো স্মৃতি নতুন করে মনে করাবে। কারণ ২০১০ সালে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ লজ্জা ভাসিয়েছিল টাইগাররা। তাও বর্তমান ক্যাপ্টেন সাকিবের নেতৃত্বে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। গুণে গুণে ৮ বসন্ত পেরিয়ে এবং সমস্যা কাটিয়ে ক্যারিবিয়ান টিম এখন বেশ শক্তিশালী। যদিও বাংলাদেশের অবস্থানও নড়বড়ে নয়। টাইগাররাও নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে যথেষ্ট লড়াকু। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান সেটিই বুঝিয়ে দিলেন। জানালেন, জয়ের লক্ষ্যে এবং নতুন ইতিহাস সূচনায় লড়বে তার দল।

মন মানসিকতা, ধৈর্য-হিম্মত সব ঠিক থাকলেও শেষ টেস্টের আগে টাইগার শিবিরে টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে মুশফিকুর রহিমের ইনজুরি। অনুশীলনের সময় আঙুলে চোট পেয়ে একদিনের বিশ্রামে জাতীয় দলের এই উইকেটরক্ষ ব্যাটসম্যান। প্রথম দিকে চিড়ের আভাস মিললেও বিসিবির চিকিৎসক জানিয়েছেন, ‘চিড়মুক্ত‘ মুশফিক। তবে তাকে অনুশীলনের বাইরে থাকতে হবে। তবুও মিরপুর পাড়ায় গুঞ্জন উঠেছে দ্বিতীয় টেস্টে থাকছেন না জাতীয় দলের নাম্বার ওয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে এ মাত্রাটা আরেকটু প্রখর হয়েছে যখন তার বদলে স্কোয়াডে ঢাকা হয়েছে লিটন কুমার দাসকে।

এমনিতে ইনজুরির কারণে স্কোয়াডে নেই তামিম। তার মধ্যে ছিটকে পড়েন ইমরুল এবং সর্বশেষ মুশফিকের ইনজুরি বেশ ভাবাচ্ছে দলকে। কিন্তু আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আশা ক্যাপ্টেন সাকিব আল হাসানের মুখবয় এবং কথাবার্তার ভঙ্গিমায় সেটি মোটেও ফুটে উঠেনি। তিনি যদিও বার বার জোর গলায় দাবি করছেন আগামীকালকের ম্যাচে খেলবেন মুশফিক। এখন পর্যন্ত এটি নিশ্চিত। কিন্তু এও বলেছেন, তার ব্যাকআপ প্লেয়ার হিসাবে লিটনকে আনা হয়েছে। সেক্ষেত্রে মুশির আঙুল ফুলে গেলে কিংবা ব্যথা হলে লিটন কিপিং করবেন। তাই ধারণা করা হচ্ছে, মুশফিক খেললেও কিপিং করবেন লিটন।

এদিকে ইমরুল কায়েসের বিপরীতে জাতীয় দলের টেস্ট ফরম্যাটে ৯৪তম প্লেয়ার হিসাবে অভিষিক্ত হতে যাচ্ছে সাদমানের। ফার্স্টক্লাস ক্রিকেটে ৭ সেঞ্চুরি করা সাদমানকে উপযুক্ত ভাবছেন সাকিব। তার ব্যাটিং অনেকটা টেস্টের সাথে যায় সে জন্য তাকেই সুযোগ দেয়া হয়েছে বলে জানান। তাই ওপেনিংয়ে ফ্লপ সৌম্যের সঙ্গে দেখা যাবে সাদমানকে। আর ওয়ানডাউনে মুমিনুল অথবা মুশফিককে। কারণ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশি যেহেতু উইকেটের পেছনে দাঁড়াবেন না সেহেতু তিনি উপরে এসে ব্যাটিং করতে পারেন। অথবা তার অবস্থানটা একটু এদিকে সেদিকও হতে পারে। এছাড়া নিয়ম অনুযায়ী সব ঠিকঠাক থাকবে।

এছাড়াও চট্টগ্রাম টেস্টের মতো ঢাকা টেস্টেও টাইগার একাদশে চার স্পিনার দেখা যাবে। এক্ষেত্রে তাইজুল-সাকিব-নাঈম ও মিরাজের ব্যাপারটি শতভাগ কনফার্ম। আর পেস বিভাগ একাই সামলাবেন মোস্তাফিজুর রহমান। এখন প্রশ্ন হতে পারে চিটাগং টেস্টের মতো এখানেও কি পেস বিভাগ অকার্যকর থাকবে? এক্ষেত্রে সাকিব দেখিয়েছেন ভিন্ন যুক্তি। তার মতে, ঢাকা টেস্টে শুরুর দিকে পেস বেশ কাজে দিবে। তাই বলা যেতে পারে বাউন্ডারিতে মোস্তাফিজকে চুপচাপ বসে থাকতে হবে না।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ