অবশেষে অধিনায়েকের দায়িত্ব নিয়ে দলে ফিরছেন সোহান

টুর্নামেন্টের নিয়মানুযায়ী ইমার্জিং কাপে খেলতে পারবেন ২৩ পেরিয়ে আসা চার ক্রিকেটার। বাংলাদেশ দলের ২৩ পেরিয়ে আসা চার ক্রিকেটার হলেন- শফিউল ইসলাম, নুরুল হাসান সোহান, মিজানুর রহমান ও সৈয়দ খালেদ আহমেদ। এছাড়াও দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বশেষ আসরে খেলা সাইফ হাসান ও আফিফ হোসেন ধ্রুব। তাদের সঙ্গে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার কাজী অনিক।
দলে আছেন জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকা আটজন ক্রিকেটার। সোহানের-মোসাদ্দেক ছাড়াও জাতীয় দলের জার্সিতে খেলার অভিজ্ঞতা থাকা বাকি ক্রিকেটাররা হলেন- নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম, জাকির হাসান, আফিফ হোসেন, নাঈম হাসান ও সৈয়দ খালেদ আহমেদ।
অবশ্য চমক হিসেবে ১৫ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন মোহর শেখ। এই নিয়ে দ্বিতীয়বারের মতো বিসিবির কোনো দলে সুযোগ পেলেন রাজশাহীর এ পেসার। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে জায়গা পান ডানহাতি এই পেসার। সেই ম্যাচে ৪ ওভার বোলিং করে ১ মেডেনসহ ১৮ রান দিয়ে ১ উইকেট দখল করেন তিনি।
ইমার্জিং টিমস এশিয়া কাপের সর্বশেষ আসরের আয়োজক ছিল বাংলাদেশ। এবার যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। আগামী ৬ ডিসেম্বর করাচিতে পর্দা উঠতে যাচ্ছে টুর্নামেন্টের এবারের আসরে। আগামী ১৫ ডিসেম্বর কলম্বোতে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ১০ দিন ধরে চলা এই টুর্নামেন্ট।
দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবে আটটি দেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, হংকং এবং সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভারত ও ওমান। বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানের করাচিতে। সেমিফাইনাল ও ফাইনাল হবে কলম্বোতে। ৫০ ওভারের প্রত্যেকটি ম্যাচ করাচিতে শুরু হবে সকাল সাড়ে ৯টায় এবং কলম্বোতে শুরু হবে ৯টা ৪৫ মিনিটে।
বাংলাদেশ দল: নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত (সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান (উইকেটরক্ষক), সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, তানভির ইসলাম, আফিফ হোসেন, নাঈম হাসান, শরিফুল ইসলাম, কাজী অনিক ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও মোহর শেখ।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- ব্রাজিল বনাম কলম্বিয়া: হাইভোল্টেজ লড়াইয়ের পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৯ মার্চ ২০২৫)
- লারার রেকর্ড ভেঙে টেস্টে ৪০৪ রানের ইনিংস খেললেন বাংলাদেশের মুস্তাকিম
- ৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজের সতীর্থ
- অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য সুখবর
- আওয়ামী লীগের পতনের কারণ
- বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বিদায় ব্রাজিল
- নতুন দু:সংবাদ পেলেন ইনু-মেনন-আনিসুল ও দীপু মনি
- জানা গেল খালেদা জিয়া ও তারেক রহমানের দেশে ফেরার সময়