ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

রোহিত শর্মার অভিনব এক বিশ্ব রেকর্ড জানলে অবাক হবেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৯ ১৯:১০:০১
রোহিত শর্মার অভিনব এক বিশ্ব রেকর্ড জানলে অবাক হবেন

রোহিত শর্মা ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুম্বাই টেস্টে ১১১ রানের ইনিংস খেলেন। ক্যারিবিয়দের বিপক্ষে প্রথম ইনিংসে মুম্বাইয়ের তারকা রোহিতের ব্যাট থেকে আসে এই রান। এরপর ওয়ানডে এবং টি২০ সংস্করণে ১১১ রানের ইনিংসটা তিনি খেলেছেন ২০১৮ সালে।

সংযুক্ত আরব আমিরাতে হওয়া এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত। ব্যাট হাতে দারুণ খেলেন ভারতের অধিনায়কের দায়িত্ব পালন করা রোহিত শর্মা। পাকিস্তানের বিপক্ষে তিনি খেলেন ১১১ রানের ইনিংস। বাকি ছিল টি২০ ক্রিকেটে ১১১ রানের ইনিংস খেলা। কাজটি সহজ ছিল না রোহিতের জন্য। এমনিতে টি২০ ক্রিকেটে সেঞ্চুরি হরহামেশা আসে না। তার ওপর আবার ওয়ানডে, টেস্টের সঙ্গে মিল করে ইনিংস খেলা। কিন্তু কাকতালীয়ভাবে কাজটা করে ফেলেছেন রোহিত।

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন রোহিত শর্মা। ক্যারিবিয় বোলারদের কচুকাটা করে ওই ম্যাচে তিনি খেলেন ঠিক ১১১ রানের ইনিংস। আর এতেই রেকর্ডটা বসেছে তার নামের পাশে। আর তার ‘১১১’ সংখ্যাটা ভারতের জন্য সৌভাগ্যের হয়েছে প্রতিবারই। ওই তিন ম্যাচেই জয় পায় রোহিতরা।

ক্রিকেট বিশ্বে ১১১ রানটাকে কিন্তু অশুভ ধরেন অনেকে। ক্রিকেটের ভাষায় অনেকে এটাকে ‘নেলসন’ বলেন। নেলসন শব্দটি ক্রিকেটে ব্যবহার করা হয়েছে হোরেসিও নেলসন নামের এক যোদ্ধার নাম থেকে। তিনি যুদ্ধে একটি চোখ, একটি পা এবং একটি হাত হারিয়েছিলেন। যদিও তা নিয়ে বিতর্ক আছে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ