ফুটবলার সেজে বাংলাদেশে ঢুকে ,অতঃপর

গ্রেফতারকৃতরা হলেন- উগান্ডার মুকি মাইকেল (৩৮), পেট্রিক এমবাজারিয়া (৩২), তানজানিয়ার ক্যাটেরুয়া এমলাভস, সারমেন্টো রেবেকা, নাইজেরিয়ার ইজিকুকওয়া (৩২), ওনকুওরা চুকুনোস (২২), অলুবোওয়াল (২৭), প্রমিস ওনিইনিচেকউকওয়া ইকবোয়াকাবা (২৯), নেইগোনু আমাদি (২৮) ডোনেটস (৩৪), ক্রিস্টিওয়া এনওয়ালুদু (৩৪), ক্যামেরুনের দিদি ন্যায়া (৪৬), কংগোর ইলুংগা ক্রিটিয়ান এবং লাইবেরিয়ার জিওর্যাগ ম্যাথিউ (৩৮)।
তাদেরকে আটকের সময় ২৯টি মোবাইল, ২টি ল্যাপটপ, নগদ ১ লাখ ৫৮৫ টাকা ও ১ হাজার ১৩ ডলার জব্দ করা হয়। এসময় তাদের কারও কাছে বৈধ কোনো ভিসা ছিলনা। তাদেরকে আটকের সময় বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ব্যক্তির নাম ও তাদের ব্যাংক এ্যাকাউন্ট নাম্বার পাওয়া যায়।
র্যাব-১ এর অধিনায়ক সারোয়ার বিন কাশেম বলেন, এই চক্রের সদস্যরা উগান্ডার মার্ক নামে একজনের সহযোগিতায় এদেশে প্রবেশ করে। তারপর তারা ১০/১২ জনের বিভিন্ন গ্রুপ গড়ে সেসব গ্রুপে বিভক্ত হয়ে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছে। তারা ফেসবুকে বিভিন্ন ভুয়া নামে অ্যাকাউন্ট খুলে বিদেশী বড় বড় সংস্থার পরিচয় দিয়ে দেখা করতো। পরে ফাঁদে ফেলে টাকা আদায় করতো। তাদের কেউ কেউ আবার আফগানিস্তানের যুদ্ধরত নারী ও পুরুষের পরিচয় কিংবা জাতিসংঘের কর্মকর্তা পরিচয় দিয়ে এদেশের বড় বড় ব্যবসায়ীদের নানা সুযোগ সুবিধা দেয়ার কথা বলে তাদের কাছ থেকে উল্টো অর্থনৈতিক সুযোগ সুবিধা নিত বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এই চক্রের সদস্যরা বাংলাদেশের উচ্চবৃত্ত মানুষদের টার্গেট করে ফোন দিত। তারপর তাদের সঙ্গে একসময় সখ্যতা গড়ে তোলে তাদেরকে ফোন দিয়ে বলতো তার জন্য একটা বিশেষ উপহার পাঠানো হয়েছে তার বন্ধুকে দিয়ে। এরপর তার ওই বন্ধু টার্গেটকৃত ব্যক্তিকে বিদেশে অবস্থানরত বন্ধুর পরিচয় দিয়ে জানাতো তার জন্য বিদেশ থেকে পাঠানো উপহার সামগ্রী কাস্টমসে আটক আছে, যা ছাড়ানোর জন্য কিছু অর্থের প্রয়োজন। এরপর টার্গেটকৃত ব্যক্তি একথা শুনে তাদের কাছে অর্থ পাঠালে তারা সেটি নিয়ে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিতো। এভাবেই দীর্ঘদিন ধরে তারা প্রতারণা করে আসছিল বলে জানান র্যাব-১ এর ল কর্মকর্তা।
জাতীয় - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- আজ সামান্য বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার