ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

কুমারী পরীক্ষায় পাস করলেন রাখি, তোলপাড় বলিউড

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৯ ১৬:২৪:৫৮
কুমারী পরীক্ষায় পাস করলেন রাখি, তোলপাড় বলিউড

কয়েক দিন পরেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। এর আগেই ভার্জিনিটি টেস্ট করিয়েছেন তারা। ভার্জিনিট টেস্টে নাকি রাখিকে এখন কুমারী বলা হয়েছে। ২৮ নভেম্বর টুইটারে এই পোস্টটি করা হয়েছে।

রাখির হবু বর শুধু রাখিরই নয়, নিজের ভার্জনিটি টেস্টের ছবিও পোস্ট করেছেন। সেই সার্টিফিকেটে দীপককেও ভার্জিন বলা হয়েছে। মুহুর্তেই ছড়িয়ে গেছে এই পোস্ট। আর এরপর থেকেই বলিপাড়ায় হাসাহাসি হচ্ছে তাদের নিয়ে।

প্রসঙ্গত, রাখির মতোই বিতর্কিত তার হবু স্বামী দীপক। তিনিও একাধিক বিষয় নিয়ে বলিউডে সমালোচিত। বর্তমানে দীপকের সঙ্গে রাখির বিয়ের খবর শুনে অনেকেই ঠাট্টা করে বলছেন ভালোই মানাবে দু’জনকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে