ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

যে কারনে এবার প্রিয়াঙ্কার বিয়েতে স্মার্টফোন নিষিদ্ধ জানলে অবাক হবেন

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৯ ১৫:১৭:৫৩
যে কারনে এবার প্রিয়াঙ্কার বিয়েতে স্মার্টফোন নিষিদ্ধ জানলে অবাক হবেন

শোনা যাচ্ছে, দু’টি মার্কিন এবং একটি ভারতীয় ম্যাগাজিন সংস্থা ইতোমধ্যেই প্রিয়াঙ্কা-নিকের সঙ্গে বিয়ের ছবির জন্য চুক্তি করেছে। ফলে, বিনা অনুমতিতে এই হাই প্রোফাইল দম্পতির কোনও ছবি বাইরে আসবে না বলেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিয়াঙ্কা-নিকের বিয়ের জন্য উমেদ ভবনের নিরাপত্তা রক্ষীদের ইতোমধ্যেই ৫ দিনের ছুটিতে পাঠানো হয়েছে। বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র প্রিয়াঙ্কা-নিকের নিয়োগ করা নিরাপত্তা রক্ষীরাই হাজির থাকবেন। পাশপাশি দায়িত্বে থাকাকালীন নিরাপত্তারক্ষীরাও স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। তবে তাদেরকে একটি করে সাধারণ ফোন ব্যবহারের জন্য দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে দীপিকা-রণবীরের বিয়েতে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছিল। বিয়ের পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের কোনও ছবি সংবাদমাধ্যমের কাছে এসে পৌঁছয়নি। আর এবার একই ভাবে নিজেদের বিয়েতে মোবাইল ফোন নিষিদ্ধ করে দিলেন প্রিয়াঙ্কা-নিক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে