ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

সাকিবরে চিন্তা কি ধবলধোলাইয়ের না কি অন্য কিছু জেনেনিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৯ ১৫:০৪:৩৫
সাকিবরে চিন্তা কি ধবলধোলাইয়ের না কি অন্য কিছু জেনেনিন

এই বছরই উইন্ডিজের মাটিতে সাকিবের নেতৃত্বে উইন্ডিজের কাছে টেস্টে ধবলধোলাই হয়েছিলো বাংলাদেশ। এইবার সেই সাকিবের নেতৃত্বে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। কেননা চট্টগ্রাম টেস্টে সফরকারী উইন্ডিজকে হারিয়ে ইতোমধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

প্রথম টেস্ট জিতে মানসিকভাবে বেশ এগিয়ে রয়েছে বাংলাদেশ। উইন্ডিজকে শেষবার টেস্টে হোয়াইটওয়াশ করেছিলো ২০০৯ সালে সেটিও সাকিবের নেতৃত্বে। আরও একবার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না সাকিব। মিরপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে সুযোগ কাজে লাগানোর কথা জানালেন তিনি। সেই সাথে মনে করিয়ে দিলেন ২০০৯ সালে অতটা ভালো দল ছিল না বাংলাদেশ।

“আমরাও তখন অত ভালো ছিলাম না (২০০৯ বনাম উইন্ডিজ)। এবারও সুযোগ আছে আমাদের সামনে। তবে সুযোগটা কাজে লাগাতে আসলে অনেক কঠোর পরিশ্রম করতে হবে।”

সিরিজে এগিয়ে থাকায় স্বাভাবিকভাবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ফুরফুরে মেজাজেই থাকার কথা। তেমনই আছেন ক্রিকেটাররা। তবে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করে সিরিজ নিজেদের করে নেওয়ার একটি বাড়তি চাপও কাজ করে ক্রিকেটার মাঝে। চট্টগ্রাম টেস্টে তিনদিনে উইন্ডিজকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ক্রিকেটাররা। সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে কাল। সাকিব মনে করিয়ে দিলেন ক্রিকেটারদের মধ্যে নেই কোন বাড়তি চাপ।

“না, আমার মতে মনে হয় না অতিরিক্ত কোনো চাপ আছে। শেষ দুই দিনে ড্রেসিংরুমে যতটুকু থেকে দেখেছি সবাই খুব ফুরফুরে মেজাজে আছে। এবং খুব ভালো পরিস্থিতিতে আছে। ম্যাচের আগে একটা দলের যতটুকু আত্মবিশ্বাসের দরকার হয় ঠিক ততটুকুই আছে। যে কয়দিন টেস্ট চলে সে কয়দিন যেন আমরা তা ধরে রাখতে পারি।”

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ