ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নির্বাচনে প্রার্থীদের স্বতঃস্ফূর্ততা ইসির ওপর আস্থার প্রমাণ : সিইসি

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৯ ১২:১৭:০৫
নির্বাচনে প্রার্থীদের স্বতঃস্ফূর্ততা ইসির ওপর আস্থার প্রমাণ : সিইসি

নির্বাচন কমিশনের ওপর প্রার্থীদের আস্থা তৈরি হয়েছে জানিয়ে নুরুল হুদা বলেন, ‘নির্বাচনে ৩ হাজার ৫৬ জন প্রার্থী ৩০০ আসনের জন্য যে আবেদন করেছে তা রেকর্ডসংখ্যক বলে তারা মনে করেছেন। আমাদের কাছেও তাই মনে হয়। এবারের নির্বাচনে মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, তাদের মধ্যে যে উদ্যোগ এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে প্রত্যয় এটা তারই প্রমাণ।’

সিইসি বলেন, সবাই নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে। তবে নির্বাচনে দল নয়, বরং প্রার্থীকে প্রার্থী হিসেবে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

সুত্রঃ আমাদের সময়

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে