ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

গোল করেই রেকর্ডবুকে মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৯ ১২:০০:৫৩
গোল করেই রেকর্ডবুকে মেসি

এই ম্যাচেও আলো ছড়িয়েছেন বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসি। তুলনামূলক খর্ব শক্তির দলটির বিপক্ষে করা বার্সেলোনার দুই গোলের দুটিতেই যে ভূমিকা রেখেছেন তিনি। নিজে একটি করার পাশাপাশি আরেকটি করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এলএম টেন।

নিজেদের মাঠে পিএসভি প্রথমার্ধে বেশ ভালোভাবেই রুখে দেয় বার্সেলোনাকে। স্বাগতিকদের রক্ষণদেওয়াল ভাঙতে এদিন কাতালানদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে বার্সেলোনাকে প্রথম গোল উপহার দেন লিওনেল মেসি। ওসমান ডেম্বেলের সহায়তায় গোল করেন তিনি। আর এই গোলেই নতুন এক রেকর্ডে নাম তুলেন মেসি। সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ১৩ মৌসুমে টানা ১৫ কিংবা তারও বেশি গোল করার রেকর্ড গড়লেন বার্সেলোনার এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে বার্সেলোনার গোল ব্যবধান দ্বিগুণ করেন জেরার্ড পিকে। এই গোলের সহকারীও লিওনেল মেসি। এই গোলের সৌজন্যে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে পিকে এখন বার্সেলোনার তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ডিফেন্ডার। তার আগে রয়েনে কেবল ইভান হেলগুয়েরা ১৫ ও রবার্তো কার্লোস ১৬টি গোল করেছেন।

ম্যাচের বয়স যখন ৮২ মিনিট তখন পিএসভি আইন্দোভেনের হয়ে সান্ত্বনার এক গোল করেন ডি জোং। যদিওবা এই গোলে হার এড়াতে পারেনি স্বাগতিক শিবির।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ