ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

কেন নির্বাচনে তারা

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৯ ১০:৪১:৪৫
কেন নির্বাচনে তারা

এ দেশের মানুষকে অনেক ভালোবাসি। এ দেশের মানুষও আমাকে পাগলের মতো ভালোবাসে। এই ভালোবাসার কথা কখনই ভুলতে পারব না। আমি শুধু ঢাকা-১৭ এলাকার কাজ করব তা কিন্তু নয়, দলের প্রয়োজন ও দেশের মানুষের টানে যে কোনো প্রান্তে ছুটে যাব। আমি মানুষের জন্য কাজ করতে চাই।’

সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসন থেকে এবার বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। তিনি বলেন, ‘আমি ঢাকা থেকেই মোবাইলে স্থানীয় লোকদের সঙ্গে যোগাযোগ করছি। ১০ ডিসেম্বর থেকে মাঠে নামব। নির্বাচনবিধি মেনেই প্রচার শুরু করব। নদী ভাঙনের বিষয়টা আমার মাথায় আছে। যুবসমাজকে নিয়ে কাজ করব। নারী ও শিশুদের নিয়ে কাজ করব। আমি অবাস্তব কিছু বলতে চাই না। আমার যা ক্ষমতা থাকবে তার শতভাগ দিয়েই কাজ করব। আমাকে সবাই ভালোবাসে, রাজনীতিতে ভালোবাসবে এটাই আমার আশা। আমার সংসার ও পরিবার আছে। আমি অনেক পেয়েছি। রাজনীতি থেকে কিছু নেওয়ার জন্য আসিনি। আমি দেশের উন্নয়নের জন্য শতভাগ চেষ্টা করব।’নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী তালিকায় যৌথভাবে বেবী নাজনীন, সাবেক সংসদ সদস্য ও সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকারের নাম রাখা হয়েছে। বেবী নাজনীন বলেন, ‘বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাচ্ছে। আমিও তার শরিক হয়ে নির্বাচনে প্রার্থী। নির্বাচিত হয়ে নীলফামারীর মানুষের জন্য কাজ করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি দীর্ঘদিন এলাকায় কাজ করে যাচ্ছি। তাই আমার বিশ্বাস এ আসনটি ম্যাডামকে উপহার দিতে পারব।’

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসন থেকে বিএনপির পক্ষে মনোনয়ন পেয়েছেন কণ্ঠশিল্পী মনির খান। মনোনয়ন হাতে পেলেও নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা এ বিষয়ে এখনো দলের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তিনি। কারণ ঝিনাইদহ-৩ আসন থেকে শুধু মনির খানকে নয়, মনোনয়নপত্র দেওয়া হয়েছে সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রনিকে। তবে ঝিনাইদহের এ আসন থেকে দলের চূড়ান্ত মনোনয়ন শেষ পর্যন্ত তাকেই দেওয়া হবে বলে বেশ আত্মবিশ্বাসী মনির খান। তিনি জানান, মনোনয়নপ্রাপ্তির বিষয়ে আমার আত্মবিশ্বাস ছিল। দল আমার ওপর ভরসা করে মনোনয়ন দিয়েছে। আমি আশাবাদী, আমার ওপর দলের এই ভরসা রাখার মর্যাদা ফিরিয়ে দিতে পারব। তিনি বলেন, ‘এলাকার উন্নয়নে নিরলস কাজ করে যাব, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব ঘরে ঘরে।’

সিলেট-৬ (বিয়ানীবাজার) থেকে বিএনপির পক্ষে নির্বাচনে লড়বেন চিত্রনায়ক হেলাল খান। তিনি বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক। হেলাল খান বলেন, ‘বিয়ানীবাজার (সিলেট-৬) আসন থেকে আমি নির্বাচন করছি। দেশের জনগণ ধানের শীষে ভোট দিতে অধীর আগ্রহে বসে আছে। ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হব। দেশ ও দশের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য।’

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বিএনপির প্রতীকে নির্বাচনে মনোনয়ন পেয়েছেন চিত্রনায়িকা শায়লা। পাশাপাশি এ আসনে বিকল্প হিসেবে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমকেও মনোনয়ন দেওয়া হয়েছে। শায়লার পুরো নাম শাহরিয়া ইসলাম শায়লা। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মালিগ্রামে। গত বেশ কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় শায়লা। ঢাকায় বেড়ে উঠলেও এ সময়ে এলাকার বিভিন্ন রাজনৈতিক কর্মকা-ে সরব উপস্থিতি দেখা গেছে তার। শুধু তাই নয়, কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন কর্মসূচিতেও সরব ছিলেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে