ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

‘কঠিন প্রশ্ন করছেন, আটকাইয়া গেছি’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৯ ০৮:২৯:০২
‘কঠিন প্রশ্ন করছেন, আটকাইয়া গেছি’

আমার কাছে মনে হয় যে, আমরা এ জিনিসগুলো ওভারকাম করার চেষ্টা করছি। পরবর্তী ম্যাচে আরও উন্নতি করার চেষ্টা করব। বিশেষ করে ক্লোজ ক্যাচিং গুলোতে।’

বাংলাদেশ দলের ফিল্ডিং নিয়ে টেস্ট ‘স্পেশালিস্ট’ হিসেবে পরিচিত মুমিনুল হক আরও বলেন, ‘অবশ্যই সবাই কাজ করছে। ফিল্ডিংয়ে উন্নতির জন্য যে, যার যার মতো কাজ করছে আপনারা হয়তো দেখেছেন। দেখা যাক মাঠে কী হয়।’

চট্টগ্রাম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে ড্র হলেও সিরিজ নিশ্চিত বাংলাদেশের। তবে জিততে পারলে টেস্ট সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার সুযোগ থাকবে।

ঢাকা টেস্টে নিজেদের লক্ষ্য নিয়ে মুমিনুল বলেন, ‘আগের ম্যাচের মতো ঢাকা টেস্টেও আমরা জয়ের জন্য খেলব। আর ম্যাচ জিতলে এমনিতেই হোয়াইটওয়াশ হয়ে যাবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ