ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

মাঠে নামার আগে বাংলাদেশকে হুমকি দিয়ে যা বললেন ওয়ারিকেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ২৮ ২৩:৫৫:০১
মাঠে নামার আগে বাংলাদেশকে হুমকি দিয়ে যা বললেন ওয়ারিকেন

আর ঢাকা টেস্টে জয় ছাড়া কিছুই ভাবছেন না উইন্ডিজ স্পিনার জোমেল ওয়ারিকেন। সিরিজ ড্র করাকেই বোনাস হিসেবে দেখছেন তিনি। আজ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে চাইব, সিরিজ হেরে বিদায় নিতে চাইব না। এই অবস্থা থেকে দলগতভাবে যদি আমরা সিরিজটি ড্র করি, তাহলে এটাই বোনাস। তাই মাঠে নামার আগে এটাই আমাদের পরিকল্পনা।’

উইন্ডিজদের বিপক্ষে সর্বশেষ ২০০৯ সালে সাকিবের নেতৃত্বে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। আর দীর্ঘদিন ধরে টেস্ট সিরিজ জয়ের স্বাদ না পাওয়া টাইগাররা এই সিরিজে কোনভাবেই সুযোগ হাতছাড়া করতে চাইবে না সেটা ভালো করেই বুঝেছেন ওয়ারিকেন।

তিনি বলেন, ‘অবশ্যই তাঁরা অনেক লম্বা সময় ধরে জয় পায়নি, তাই তাঁরা এবার সিরিজ জয়ের জন্যই খেলবে। কিন্তু আমরাও চেষ্টা করব শেষ ম্যাচে জিততে, যাতে করে আমরা সিরিজ ড্র করতে পারি।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ